অযোধ্যা মামলার রায়ে খুশি হতে পারল না সুন্নি ওয়াকফ বোর্ড। সুপ্রিম কোর্ট এদিন জানিয়ে দিয়েছে অযোধ্যার বিতর্কিত জমির অধিকার কেবল রামলালার। বাকি ২ পক্ষ নির্মোহি আখড়া ও সুন্নি ওয়াকফ বোর্ডের ওই জমির ওপর কোনও অধিকার নেই। তবে সুন্নি ওয়াকফ বোর্ড মসজিদ তৈরির জন্য অযোধ্যাতেই ৫ একর জমি পাবে। এই রায় বার হওয়ার পর যখন হিন্দু সংগঠনগুলি খুশি ব্যক্ত করেছে। সেখানে এই রায়ে তাঁরা অখুশি বলে জানিয়েছেন সুন্নি ওয়াকফ বোর্ডের আইনজীবী জাফরইয়াব জিলানি।
জিলানি বলেছেন, তাঁরা সুপ্রিম কোর্টের রায়কে সম্পূর্ণ মর্যাদা দিয়েই জানাচ্ছেন তাঁরা খুশি নন। তাঁদের আশানুরূপ সিদ্ধান্ত এদিন হয়নি। এই রায়ের পর্যালোচনার দাবি নিয়ে তাঁরা ফের আদালতের দ্বারস্থ হচ্ছেন। তবে এটা চূড়ান্ত সিদ্ধান্ত নয়। তাঁরা তাঁদের আইনজ্ঞদের সঙ্গে আলোচনার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন যে তাঁরা রিভিউ পিটিশন জমা করবেন কিনা। পাশাপাশি জিলানি এটাও স্বীকার করেছেন যে সুপ্রিম কোর্টের এই রায় ভারতের দীর্ঘমেয়াদী ভাল রায় বলেই প্রমাণিত হবে।
অযোধ্যার বিতর্কিত জমি সুপ্রিম কোর্ট রামলালার হাতে তুলে দেওয়ার পর এই রায়কে স্বাগত জানিয়েছে আরএসএস। আরএসএস-এর তরফে জানানো হয়েছে যে এটা কারও হার বা জিত নয়। কেন্দ্রের সঙ্গে কথা বলে মন্দির গঠন করা হবে। তবে কীভাবে কোন পদ্ধতি মেনে হবে তা আলোচ্য। এখনই তা নিয়ে মন্তব্য করা যাচ্ছেনা। আলোচনার মধ্যে দিয়ে রাস্তা তৈরি হবে। এদিন একথা জানান আরএসএস প্রধান মোহন ভাগবত। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা