রাম জন্মভূমি-বাবরি মসজিদ মামলায় সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানালেন মুসলিম ধর্মীয় নেতারা। তাঁরা জানিয়েছেন, দেশের দীর্ঘদিনের একটি বিতর্কের অবসান হল। এই রায়ে তাঁরা খুশি। এই রায়কে তাঁরা সম্মান করেন। এখন দেখার যে মসজিদ তৈরির জন্য তাঁদের কোথায় জমি দেওয়া হয়। রায়কে স্বাগত জানিয়েছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনেল ল বোর্ড।
অল ইন্ডিয়া মুসলিম পার্সোনেল ল বোর্ডের তরফে জানানো হয়েছে তারা সুপ্রিম কোর্টের নিয়ম মানতে বাধ্য। তারা এই রায়কে স্বাগত জানাচ্ছে। দেশ জুড়ে শান্তি ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানিয়েছে তারা। এআইএমপিএলবি-এর চূড়ান্ত বিবৃতি তারা তাদের আইনজ্ঞদের সঙ্গে কথা বলে স্থির করবে ও জানাবে। তার আগে তাদের ল বোর্ড পুরো রায় পড়ে দেখবে বলে জানানো হয়েছে।
অল ইন্ডিয়া শিয়া পার্সোনেল ল বোর্ডের তরফেও এই রায়কে স্বাগত জানানো হয়েছে। তাদের তরফে জানানো হয়েছে বোর্ড এই রায়কে স্বাগত জানাচ্ছে। এই রায়ের পাশে থাকছে। অন্য মুসলিম ধর্মীয় সংগঠনগুলিও এই রায়ের পাশে দাঁড়িয়েছে। ফলে সব পক্ষই খুশি এই রায়ে। এটাই বোধহয় সবচেয়ে বড় কাম্য ছিল। আর তাই হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা