বিয়ের অনুষ্ঠানে নিমন্ত্রিত অতিথিদের জন্য ভালমন্দ খাওয়ার বন্দোবস্ত থাকে। একদিকে চলছিল বিয়ে। চলছিল হাসি আনন্দ। আর চলছিল খাওয়া দাওয়া। যেখানে খাওয়া দাওয়া চলছিল সেখানে বহু নিমন্ত্রিত অতিথি খাচ্ছিলেন। ঠিক সেই সময় তাঁদের ওপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে লাগোয়া একটি পাঁচিল। পাঁচিলের তলায় চাপা পড়ে যান অনেকে। বিয়ে বাড়ির আনন্দ উধাও হয়ে আর্ত চিৎকার, কান্নাকাটির রোল ওঠে। এদিকে পাঁচিলের তলায় চাপা পড়া নিমন্ত্রিতদের একে একে উদ্ধার শুরু হয়।
পাঁচিলের তলায় চাপা পড়ে ৪ জনের মৃত্যু হয়। আহত হন ৮ জন। তাঁদের আঘাত গুরুতর। এঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের আম্বারপেট এলাকার গোলনাকায়। নিমন্ত্রিতরা যখন দুপুরের খাবার খাচ্ছিলেন বিয়েবাড়িতে তখনই ঘটনাটি ঘটে। বিয়ে বাড়ি বলতে এটি একটি হল। হলটি দীর্ঘদিন মেরামতির জন্য বন্ধ ছিল।
স্থানীয়রা জানাচ্ছেন, মেরামতির পর রবিবারই প্রথম কোনও অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয় হলটি। আর ঠিক ওদিনই ঘটে যায় দুর্ঘটনা। মেরামতিতে গাফিলতিকেই এই ঘটনার জন্য দায়ী করেছেন স্থানীয়রা। এদিকে ভেঙে পড়া পাঁচিলের স্তূপ সরিয়ে সকলকে উদ্ধার করে গ্রেটার হায়দরাবাদ পুরসভা। এই পুরসভার তরফে মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা