অভিনয় করে বোঝানোর চেষ্টা করেছিলেন তাঁর অসুস্থতা। কিন্তু তাতেও রোখা গেল না সিবিআই হেফাজতের মেয়াদ বৃদ্ধি। মঙ্গলবারই শেষ হয় সিবিআই হেফাজতে তৃণমূল সাংসদ তাপস পালের ৩ দিন। আদালত ৩ দিনের জন্যই প্রথমবার সিবিআই হেফাজত মঞ্জুর করায় এদিন ফের তাপসবাবুকে ভুবনেশ্বর আদালতে পেশ করা হয়। সেখানে নিজের অসুস্থতার কথা তুলে ধরেন তিনি। কিন্তু সব শুনেও তাপস পালকে আরও ৩ দিন সিবিআই হেফাজতের নির্দেশ দেয় আদালত। তবে আদালতে যে বোমা ফাটানোর সম্ভাবনার কথা লোকমুখে ঘুরছিল তেমন কোনও কথাই এদিন তাপসবাবুর মুখ থেকে বার হয়নি। এদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায় গ্রেফতারের পর তাঁকেও রাতে ভুবনেশ্বরে নিয়ে যাওয়া হয়। বুধবার সিবিআই তাঁকেও ভুবনেশ্বর আদালতে পেশ করবে। সেখানে তাঁকেও রোজভ্যালি কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে চাইবে তারা। সিবিআই সূত্রের খবর, তাপস পাল ও সুদীপ বন্দ্যোপাধ্যায়কে মুখোমুখি বসিয়ে জেরা করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।