দেশের সব স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলকে ভারতের নতুন ম্যাপ বা মানচিত্র ব্যবহারের নির্দেশ দিল কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রক। মন্ত্রকের তরফে চিঠি দিয়ে একথা জানানো হয়েছে। চিঠিতে জানানো হয়েছে, গত ৩১ অক্টোবর জম্মু কাশ্মীর ও লাদাখ নামে ২টি নতুন কেন্দ্রশাসিত অঞ্চল ভারতে তৈরি হয়েছে। তারফলে যে নয়া মানচিত্র তৈরি করা হয়েছে তা ২ নভেম্বর প্রকাশ করা হয়েছে। সেই মানচিত্র এবার থেকে ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে।
চিঠিতে আরও জানানো হয়েছে কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের সার্ভে অফ ইন্ডিয়া ভারতের এই নয়া রাজনৈতিক মানচিত্র তৈরি করেছে। যা তাদের ওয়েবসাইটে পাওয়াও যাচ্ছে। সেই মানচিত্রই ডাউনলোড করে তা এবার থেকে টিভিতে দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে। এই মানচিত্র বিনামূল্যেই ডাউনলোড করা যাবে। এবার থেকে সেই মানচিত্রই ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।
নতুন মানচিত্রে জম্মু ও কাশ্মীর বলে আর কোনও আলাদা রাজ্যের অস্তিত্ব নেই। জম্মু কাশ্মীর ও লাদাখ নামে ২টি অংশ আলাদা হয়েছে ভারতের ওই ভূখণ্ড। ২টি আলাদা রং দিয়ে ২টি ভূখণ্ডকে আলাদা করে দেখানো হয়েছে। যাতে ২টি আলাদা কেন্দ্রশাসিত এলাকা হিসাবে তা বোঝা যায়। যাতে বোঝা যায় লাদাখ কোন অংশটি এবং জম্মু কাশ্মীর কোন অংশটি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা