সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে ছেলে ও মেয়ে প্রাপ্তবয়স্ক হলে তাঁরা তাঁদের জীবনসঙ্গী নিজেদের ইচ্ছামত বেছে নিতে পারেন। কিন্তু শীর্ষ আদালতের সে রায়কেও ভুল ও অন্যায্য বলে উড়িয়ে দিলেন পশ্চিম উত্তরপ্রদেশের বালিয়ান খাপের প্রধান নরেশ তিকাইত। বালিয়ান খাপ খুবই শক্তিশালী খাপ বলে পরিচিত। তাদের সিদ্ধান্ত যাকে খাপের ভাষায় বলা হয় ডিকটাট চূড়ান্ত বলে মেনে নেন তাঁদের গোষ্ঠীর সকলে। সেইসঙ্গে নিজেদের শক্তি বাড়াতে আরও সন্তান সন্ততি বাড়ানোর জন্য বালিয়ান খাপের সদস্যদের আহ্বান জানিয়েছেন নরেশ।
নরেশ বালিয়ান খাপের একটি সম্মেলনে সাফ জানান, বাবা-মা ছেলে মেয়েকে পড়াশোনা শেখাতে যদি ২০-৩০ লক্ষ টাকা খরচ করেন তো তাঁদের বিয়েও বাবা-মায়ের পছন্দেই করতে হবে। কোনওভাবেই প্রেম বিবাহকে মেনে নেওয়া হবে না বলে জানিয়ে দেন নরেশ। এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও বালিয়ান খাপ প্রধান তথা ভারতীয় কিষাণ ইউনিয়নের প্রেসিডেন্ট নরেশ তিকাইত নিজের গোষ্ঠীভুক্তদের জানিয়ে দেন প্রেম করে বিয়ে তাঁদের খাপ কোনওভাবেই মেনে নেবে না।
উত্তর ভারতের খাপ পঞ্চায়েত প্রেম বিবাহের ক্ষেত্রে এক প্রবল বিরুদ্ধ শক্তি হিসাবে কাজ করে। কোনও যুবক যুবতী যদি খাপ এড়িয়ে লুকিয়ে বিয়ে করেও ফেলেন, সে আদালতে গিয়ে করলেও, তাঁদের বহু ক্ষেত্রে খাপের রোষে পড়তে হয়েছে। তাঁদের মৃত্যু পর্যন্ত হয়েছে। অভিযোগ অনেক ক্ষেত্রে খাপকে চটাতে চায়না প্রশাসনও। তাই এমন মৃত্যুর ঘটনা পরিবারের সম্মান রক্ষার তকমা দিয়ে ধামা চাপা পড়ে যায়। অনেক ক্ষেত্রেই কেউ গ্রেফতার পর্যন্ত হয়না। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা