সামনেই পুলিশ স্টেশন। উল্টোদিকে একটি জলের ট্যাঙ্ক রয়েছে। সেই জলের ট্যাঙ্কের ওপরই উঠে পড়েন এক ব্যক্তি। কে উঠলেন সেখানে? দেখতে গিয়ে পুলিশ কর্মীরা দেখেন তাঁদেরই পুলিশ স্টেশনে কর্মরত অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর পদমর্যাদার নরসিমা উঠে পড়েছেন সেখানে। তারপর কেউ কিছু বুঝে ওঠার আগেই তিনি সেই জলের ট্যাঙ্কের ওপর দাঁড়িয়ে নিজের গায়ে কেরোসিন ঢেলে দেন। জ্বালিয়ে দেন দেশলাই।
দাউদাউ করে জ্বলতে থাকেন নরসিমা। তাঁর সহকর্মীরা তখন তাঁকে বাঁচাতে ছুটে গেছেন। কোনওক্রমে তাঁর গায়ের আগুন নিভিয়ে দেন তাঁরা। তারপর দগ্ধ অবস্থায় তাঁকে নিয়ে ছোটেন হাসপাতালে। সেখানে নরসিমার চিকিৎসা শুরু হয়েছে। তবে তাঁর অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসকেরা তাঁকে বাঁচানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এদিকে এই ঘটনায় পুলিশ মহলে হৈচৈ পড়ে গেছে। আর পড়েছে নরসিমার এই আত্মহননের চেষ্টার কারণ জানতে পেরে।
নরসিমা তেলেঙ্গানার বালাপুর পুলিশ স্টেশনে কর্মরত। সম্প্রতি তাঁর বদলির নির্দেশ এসেছে। বদলি হয়ে তাঁকে যেতে বলা হয়েছে সাইবারাবাদ কমিশনারেটের অধীন মঞ্চল পুলিশ স্টেশনে। এই বদলি মেনে নিতে পারছিলেননা নরসিমা। তাঁর দাবি, সাব-ইন্সপেক্টর সাইদুল তাঁর এই বদলির বিষয়ে কলকাঠি নেড়েছেন। নরসিমা অভিযোগ জানালেও তাতে কাজ হয়নি। বদলি নিশ্চিত হওয়ায় তিনি তা মেনে নিতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেন। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা