অটোর জন্য অপেক্ষা করছিলেন তিনি। কে জানত মৃত্যু উড়ে আসবে ওপর থেকে। ফ্লাইওভারের নিচের রাস্তায় অটো ধরবেন বলে দাঁড়ানো মহিলার ওপরই আচমকা উড়ে এসে পড়ল একটি লাল গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হল তাঁর। এই ঘটনায় আহত হয়েছেন ২ জন। লাল গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের ওপর থেকে নিচে এসে পড়ে। তারপর একটি গাছকে ধাক্কা মারে। গাছটি উপড়ে যায়। এরপর গাড়িটি ডিগবাজি খেতে থাকে। গিয়ে পড়ে দাঁড়িয়ে থাকা গাড়ির ওপর। অবশেষে উল্টে গিয়ে স্থির হয়। এতকিছু হওয়ার পরও আশ্চর্যজনকভাবে বেঁচে গেছেন গাড়ির চালক। তবে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।
শনিবার বেলায় ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের গাছিবৌলি এলাকার বায়োডাইভারসিটি ফ্লাইওভারে। কিছুদিন হল উদ্বোধন হয়েছে এই ফ্লাইওভারের। এদিন তার ওপর দিয়েই যাচ্ছিল গাড়িটি। একসময় সেটি নিয়ন্ত্রণ হারায়। নিয়ন্ত্রণ হারানোর পর ফ্লাইওভারের পাঁচিল ভেঙে সেটি উড়ে নিচে এসে পড়ে। যেমন দৃশ্য সাধারণত সিনেমার অ্যাকশন সিকোয়েন্সে দেখতে পাওয়া যায় তেমন ঘটনা এদিন বাস্তবে ঘটে। প্রথম মানুষজন আতঙ্কে এদিক ওদিক ছুটে পালাতে থাকেন। তারপর গাড়িটি নিচে পড়ার পর ডিগবাজি খেয়ে যখন শান্ত হয় তখন ফের সকলে ফিরে আসেন গাড়ির কাছে। কী হয়েছে দেখতে।
সত্যামা নামে এক মহিলা ফ্লাইওভারের নিচে অটোর জন্য অপেক্ষা করছিলেন। গাড়িটি নিচে পড়ে তাঁকে পিষে দেয়। গ্রেটার হায়দরাবাদের মেয়র এই ঘটনার পর ওই মহিলার পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানান। পুলিশ প্রাথমিক তদন্তের পর জানিয়েছে গাড়িটি ৯৯ থেকে ১০৪ কিলোমিটার গতিতে ছুটছিল। প্রবল গতিতে সেটি যখন ফ্লাইওভারের ওপর একটি বাঁকে পৌঁছয় তখন গতির কারণে গাড়ির ওপর নিয়ন্ত্রণ হারান চালক। ফলে ঘটে যায় দুর্ঘটনা। প্রসঙ্গত এই জায়গায় ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতির ওপর গাড়ি চালাতে বারণ করেছে প্রশাসন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা