National

ভোটের মুখে বাজেট পেশে আপত্তি বিরোধীদের, কমিশনে দরবার

দেশের ৫ রাজ্যে ভোটের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ৪ ফেব্রুয়ারি থেকে ভোটগ্রহণ শুরু। চলবে ৮ মার্চ পর্যন্ত। বিজেপি সব বুঝেশুনেই বাজেট ১ ফেব্রুয়ারি করার সিদ্ধান্ত নিয়েছে। ৪ তারিখ ভোটের মাত্র ৩ দিন আগে জনমোহিনী বাজেট করে ভোট ব্যাঙ্কে প্রভাব ফেলার চেষ্টা তারা করবেই। ফলে অবিলম্বে বাজেট পেশ পিছিয়ে দেওয়া হোক। এই দাবি নিয়ে নির্বাচন কমিশনের কাছে দরবার করল কংগ্রেস, তৃণমূল সহ কয়েকটি বিরোধী দল। এদিন কংগ্রেস নেতা গুলাম নবি আজাদের নেতৃত্বে নির্বাচন কমিশনের কাছে যায় বিরোধীদের প্রতিনিধিদল। গুলাম নবি জানান, ২০১২ সালেও এমন এক পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। তখন বিরোধী বিজেপিই বাজেট পিছিয়ে দেওয়ার দাবিতে সোচ্চার হয়। সেকথা মেনেও নেয় কংগ্রেস নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। বাজেট পিছিয়ে ১৬ মার্চ করা হয়। যদিও বিরোধীদের দাবিতে আমল দিতে নারাজ বিজেপি। বিজেপির দাবি, বাজেটের দিনক্ষণ অনেক আগেই বিরোধীদের জানানো হয়েছে। সকলেই তারিখ জানেন। দেশের উন্নতির স্বার্থে ওই দিনেই বাজেট পেশ করবে কেন্দ্র।

 



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button