তিনি প্রথম থেকেই চাইছিলেন। কিন্তু বাধ সাধছিলেন বাবা। ফলে হয়েও হচ্ছিলনা জোট। কিন্তু যাদব পরিবারের যুদ্ধে এখন অ্যাডভান্টেজ অখিলেশ। ফলে বাবা মুলায়মের অনেক সিদ্ধান্তই গুরুত্ব পাচ্ছেনা সমাজবাদী পার্টিতে। এই অবস্থায় ফের কংগ্রেসের সঙ্গে জোট গড়ে উত্তরপ্রদেশে ভোটের ময়দানে নামা প্রায় নিশ্চিত করে ফেললেন অখিলেশ। সূত্রের খবর, আগামী ৯ জানুয়ারি তিনি কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে দেখা করবেন। তারপরই জোটের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হবে। এখনও পর্যন্ত ৯০-১০৫ অনুপাতে জোট হবে বলে খবর। অর্থাৎ কংগ্রেস ৯০টি আসনে ও সপা ১০৫টি আসনে প্রার্থী দেবে। বিজেপিকে রোখার জন্য সপা-র কংগ্রেসের সঙ্গে গাঁটছড়া রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হবে বলে প্রথম থেকেই মনে করছিলেন অখিলেশ। কিন্তু মুলায়ম সিং যাদব নিজের মত করে দলের সিংহভাগ প্রার্থী তালিকা প্রকাশ করে জানিয়ে দেন কোনও জোট নয়, উত্তরপ্রদেশে সপা লড়বে একাই। যা নিয়ে অখিলেশের সঙ্গে তাঁর দ্বন্দ্ব প্রকাশ্যে এসে পড়ে।