বিয়েবাড়ি মানেই আনন্দ। সেই আনন্দ অনেক সময় বাঁধন ছাড়া হয়ে পড়লে ঘটে বিপত্তি। আর ভারতের বেশ কিছু জায়গায় এখনও বিয়ে বা কোনও খুশির পারিবারিক উৎসবে আনন্দে গুলি চালানোর রেওয়াজ রয়েছে। যা মাঝেমধ্যেই মানুষের প্রাণ কেড়ে নেয়। আনন্দের আঙিনা হয়ে ওঠে শোকের প্রাঙ্গণ। কিন্তু তাতেও হুঁশ যে ফেরে না তা ফের একবার প্রমাণ হল। বিয়েবাড়িতে নাচগানের মধ্যে চলল আনন্দের গুলি। আর তাতে গুলিবিদ্ধ হলেন ৩ জন।
বিয়েবাড়িতে অর্কেস্ট্রার রেওয়াজ আছে উত্তর ভারতের অনেক জায়গায়। সেই সুরের তালে নাচতে বাইরে থেকে আনাও হয় পেশাদার পুরুষ ও মহিলাদের। তেমনই এক অর্কেস্ট্রা চলছিল উত্তরপ্রদেশের চিত্রকূট জেলার টিকরা গ্রামে। সেই সময় সকলেই যখন আনন্দে আত্মহারা তখন আনন্দে গুলি চালানো শুরু হয়। একটি গুলি গিয়ে লাগে নাচতে আসা হিনা নামে এক তরুণীর চোয়ালে। পাশাপাশি গুলি লাগে বরের সঙ্গে বরযাত্রী হয়ে আসা তাঁর ২ মামার গায়ে। দ্রুত ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়।
এই ঘটনার পর বিয়েবাড়ির আনন্দ মাটিতে মিশে যায়। সেখানে তখন আতঙ্কের পরিবেশ। চারিদিকে কান্নার রোল। পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। পুলিশের তরফে জানানো হয়েছে তারা কে গুলি চালিয়েছিল তা চিহ্নিত করতে পেরেছে। দ্রুত ওই ব্যক্তিকে গ্রেফতার করা হবে বলেও আশ্বস্ত করেছেন তদন্তকারীরা। এদিকে এমন ঘটনা বারবার ঘটেই চলেছে। তাই অনেকেই চাইছেন এমন আনন্দের গুলির রেওয়াজ বন্ধ করতে প্রশাসন কঠোর বন্দোবস্ত করুক। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা