বৃষ্টিতে পুরনো দেওয়াল বা বাড়ি ভেঙে যাওয়ার ঘটনা নতুন নয়। তেমনই একটি ঘটনা ঘটল সোমবার ভোরে। ঘুমের মধ্যেই মৃত্যু হল ১৫ জনের। একটি ২০ ফুটের দেওয়াল ভেঙে পড়ে ৪টি বাড়ির ওপর। ওই বাড়ির বাসিন্দারা তখন ঘুমে অচেতন। বাইরে প্রবল বৃষ্টি হচ্ছে। ঘড়ির কাঁটায় ভোর সাড়ে ৫টা। ঠিক সেই সময় দেওয়ালটা ভেঙে পড়ে হুড়মুড়িয়ে। আর তার তলায় চাপা পড়ে যায় ৪টি বাড়ি।
ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর কোয়েম্বাটুরে। প্রবল বৃষ্টির জেরেই পুরনো বিশাল দেওয়াল ভেঙে পড়ে বলে মনে করছে পুলিশ। ঘটনার পর সেখানে হাজির হয় পুলিশ ও দমকল। তারাই বিশাল ধ্বংসস্তূপ সরিয়ে একে একে দেহ বার করে আনে। ঘটনাটিকে কেন্দ্র করে আশপাশে বহু মানুষের ভিড় জমে যায়। প্রতিবেশিদের এমন মর্মান্তিক মৃত্যুতে শোকাহত সকলেই। পুলিশ ১৫টি দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।
এই ঘটনায় তামিলনাড়ু জুড়েই হৈচৈ পড়েছে। একসঙ্গে ১৫ জনের মৃত্যুতে নড়ে বসেছে সরকারও। তামিলনাড়ু সরকার প্রত্যেক মৃতের পরিবারকে ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে। তামিলনাড়ুতে একটানা প্রবল বৃষ্টি চলছে। বৃষ্টি থামার নাম নিচ্ছে না। এই পরিস্থিতিতে তামিলনাড়ুর ৮টি জেলায় স্কুল ছুটির নির্দেশ দিয়েছে প্রশাসন। বৃষ্টির জেরে জনজীবনেও প্রবল প্রভাব পড়েছে। সোমবার কাজের দিনে প্রবল সমস্যার সৃষ্টি হয় বৃষ্টির কারণে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা