কনের বাড়িতে সকলেই তখন অধীর আগ্রহে। কখন আসবে বর। খবর নেওয়া চলছে। বর কতদূর? লগ্ন রয়েছে। বিয়ের সময় বাঁধা। অবশ্য বর তাঁর বাড়ি থেকে সঠিক সময়েই বার হয়েছিলেন। সঙ্গে ছিলেন বর যাত্রীরা। সকলেই আনন্দ করছেন। বর চলেছেন বিয়ে করতে। এই সময় তাঁর যাত্রাপথেই বরের নজরে আসে এক জায়গায় অনশন আন্দোলন চলছে। সেখানে নিজেদের দাবিতে অনড় বেশ কয়েকজন ১০ দিন ধরে অনশন চালিয়ে যাচ্ছেন।
বিয়ের পোশাকেই শোভাযাত্রা থামিয়ে সেখানে নেমে পড়েন বর। এগিয়ে যান আন্দোলনকারীদের দিকে। আন্দোলনকারীরাও অবাক। বরবেশে হাজির এক যুবক! বর জানতে চান কেন এই আন্দোলন? আন্দোলনকারীরা জানান ওই জেলায় তাঁদের একটি মেডিক্যাল কলেজ চাই। এই দাবিতেই তাঁরা অনশনে। সব শোনার পর বরও বসে পড়েন তাঁদের সঙ্গে। আন্দোলনে সামিল হন তিনি। এদিকে খবর যেতে মেয়ের বাড়িতে হৈহৈ পড়ে যায়।
বর কিন্তু আন্দোলনকারীদের সঙ্গেই বসে থাকেন আধঘণ্টা। আন্দোলনে সামিল হয়ে তাঁদের পাশে থাকার বার্তা দেন। বরের সঙ্গে আসা বরযাত্রীরাও সেজে গুজে সেখানেই অপেক্ষা করেন। আধঘণ্টা পর অবশেষে ফের বর কনের বাড়ির দিকে যাত্রা শুরু করেন। হাঁফ ছেড়ে বাঁচেন কনেপক্ষ। সঠিক সময়ে বিয়েও হয়ে যায়। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মাহোবা জেলায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা