সমাজবাদী পার্টির সভাপতি হওয়ার সুবাদে সাইকেলের ওপর তাঁরই অধিকার থাকা উচিত। নির্বাচন কমিশনের কাছে এমনই দাবি জানালেন মুলায়ম সিং যাদব। এদিন ভাই শিবপাল যাদব ও দলের অন্যতম নেতা অমর সিংকে নিয়ে কমিশনে হাজির হন মুলায়ম। সোমবার পর্যন্তই ছিল সাইকেলরে দাবিতে হলফনামা জমার শেষ দিন। এদিন হলফনামা দাখিল করে মুলায়ম দাবি করেন যেহেতু তিনি দলের সভাপতি, তাই প্রতীকের ওপর তাঁরই অধিকার সবার আগে। প্রসঙ্গত গত শনিবারই আদালতে হলফনামা পেশ করেছেন অখিলেশ যাদব। সেখানে দলের ২২৯ জন বিধায়কের সমর্থন তাঁর ঝুলিতে থাকার দাবি জানিয়ে অখিলেশ সাইকেলের দাবি জানিয়ে এসেছেন। এদিকে এদিন মুলায়ম সিং যাদব কমিশনে হলফনামা পেশ করে বেরিয়ে আসার পরই সেখানে হাজির হন অখিলেশ শিবিরের কৌটিল্য রামগোপাল যাদব। ছেলের তাঁর বিরুদ্ধাচরণের জন্য এই রামগোপালকেই বারবার কাঠগড়ায় দাঁড় করিয়েছেন মুলায়ম। যদিও ঝগড়া যেখানেই পৌঁছক না কেন সামনেই ভোট। আর ভোট বড় বালাই! তাই মনের কথা মনেই রেখে মুলায়ম এবং অখিলেশ শিবির বলে চলেছেন, সমস্যা খুব একটা বড়সড় কিছু নয়। সামান্য যেটুকু জটিলতা আছে তা সহজেই মিটে যাবে। বাপ-ছেলের মধ্যে কোনও দ্বন্দ্ব নেই বলেও দাবি করছে দুই শিবির। কিন্তু দলের বৈঠক ডেকে মুলায়মকে সভাপতি পদ থেকে সরানো, পাল্টা রামগোপাল যাদব দলের কেউ নয় বলে মুলায়মের দাবি, সাইকেল প্রতীক নিয়ে প্রকাশ্যে মতবিরোধ, সবকিছু মিলিয়ে উত্তরপ্রদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ দল সমাজবাদী পার্টির মুখ কিন্তু জনমানসে পুড়েছে। এই অবস্থায় তারা যত দ্রুত সমস্যা মিটিয়ে ভোটের ময়দানে নামতে পারবে ততই মঙ্গল বলে মত প্রকাশ করছেন বিশেষজ্ঞেরা।