National

দেশের পর্যটকদের উত্তরপূর্ব ভারতে বেড়াতে না যাওয়ার পরামর্শ দিল আমেরিকা

নাগরিকত্ব আইন নিয়ে উত্তরপূর্ব ভারতে অগ্নিগর্ভ পরিস্থিতি। সেকথা মাথায় রেখে মার্কিন মুলুক থেকে আগত মানুষজনকে উত্তরপূর্ব ভারতে না যেতেই পরামর্শ দিল ভারতের মার্কিন দূতাবাস। অ্যাডভাইজরি জারি করে মার্কিন দূতাবাসের তরফে জানানো হয়েছে বিভিন্ন মিডিয়া রিপোর্টের প্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আগতদের উত্তরপূর্ব ভারতে যেতে সতর্ক করা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে তার দেশবাসীর জন্য এই সতর্কবাণী কিন্তু আরও একবার উত্তরপূর্বের পরিস্থিতিকে বিশ্বের দরবারে পৌঁছে দিল।

যে পরামর্শমূলক বার্তা মার্কিন দূতাবাস থেকে জারি করা হয়েছে সেখানে এও সতর্ক করা হয়েছে যে আন্দোলনের জেরে উত্তরপূর্ব ভারতের যে কোনও অংশে ইন্টারনেট পরিষেবা বন্ধ হতে পারে। পরিবহণ স্তব্ধ হতে পারে। বিভিন্ন অংশে আন্দোলন হতে পারে। সব মিলিয়ে সকলকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। যাঁরা ওখানে রয়েছেন তাঁদেরও সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে। তাঁরা কী অবস্থায় রয়েছেন তা পরিবার, বন্ধুদের নিয়মিত জানাতে বলা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম কি রিপোর্ট দিচ্ছে সে দিকেও নজর রাখতে পরামর্শ দেওয়া হয়েছে।


প্রসঙ্গত অন্যান্য কাজ ছাড়াও উত্তরপূর্ব ভারতের চোখ জোড়ানো প্রাকৃতিক সৌন্দর্য ও বন্যপ্রাণ উপভোগ করতে অনেক পর্যটক এই সময় হাজির হন যাঁদের মধ্যে অনেক মার্কিন পর্যটকও থাকেন। শীতের সময় ওই অঞ্চল আরও উপভোগ্য হয়ে ওঠে। হর্নবিল নামে একটি উৎসবে বহু বিদেশি পর্যটক ভিড় জমান। পর্যটন ছাড়াও অসমে মার্কিন যুক্তরাষ্ট্রের যাবতীয় অফিসিয়াল যাত্রা বাতিল করা হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button