জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয় চত্বরে বিনা অনুমতিতে ঢুকে ছাত্রদের নিগ্রহ ও লাঞ্ছনা করা হয়েছে বলে পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ সামনে এসেছে তার জেরে গোটা দেশের ছাত্র সমাজ এদিন রাস্তায় নামে। বিভিন্ন আইআইটি-তে যেমন বিক্ষোভ হয়েছে। তেমনই বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজেও বিক্ষোভ প্রদর্শন হয়। বিক্ষোভ দেখানো হয় বিভিন্ন ছাত্র সংগঠনের তরফেও। প্রসঙ্গত নাগরিকত্ব বিলের বিরুদ্ধে প্রতিবাদকে কেন্দ্র করে গত রবিবার দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে ঢুকে ছাত্র নিগ্রহের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।
সোমবার জামিয়ার ঘটনার প্রতিবাদ জানিয়ে রাস্তায় নামেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। রাজপথে হেঁটে ওই ঘটনার প্রতিবাদ জানান তাঁরা। সেইসঙ্গে নাগরিকত্ব বিল ও এনআরসি-র বিরুদ্ধেও সোচ্চার হতে দেখা যায় তাঁদের। এসআরএফটিআই-এর পড়ুয়ারাও এই প্রতিবাদে সামিল হন। আবার রাজাবাজারে এনআরসি, সিএএ ও এনপিআর-এর বিরুদ্ধে পথে নামে এসএফআই। জামিয়া মিলিয়া-র ঘটনারও তীব্র নিন্দা করে তারা।
দেশ জুড়েই এদিন সকাল থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একে একে জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন জমাট বাঁধে। ছাত্ররা একযোগে পুলিশের বিরুদ্ধে সোচ্চার হন। এদিকে জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশ্ববিদ্যালয় চত্বরে ঢুকে ছাত্রদের ওপর পুলিশি অত্যাচারের ঘটনার তদন্ত চেয়েছেন। অন্যদিকে পুলিশের রবিবার ক্যাম্পাসে ঢুকে নিগ্রহের ঘটনার অভিযোগ করে ঘটনার তদন্ত চাইলেন জামিয়ার ছাত্ররা। খালি গা হয়ে এই দাবিতে সোচ্চার হন তাঁরা। ওই ঘটনার পর সোমবার সকাল থেকেই জামিয়া মিলিয়ার বিভিন্ন হস্টেল ফাঁকা করে ছাত্রছাত্রীরা বাড়ি ফেরাও শুরু করেছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা