উন্নাও কাণ্ডের সোমবার ছিল রায় ঘোষণা। হালফিল যেভাবে একের পর এক ধর্ষণের ঘটনা সামনে এসেছে তাতে উন্নাও নিয়ে দিল্লির আদালত কী রায় দেয় সেদিকে গোটা দেশ তাকিয়ে ছিল। বিজেপির বহিষ্কৃত বিধায়ক কুলদীপ সিং সেনগারকে আদালত এদিন ধর্ষণের ঘটনায় দোষী সাব্যস্ত করেছে। যদিও তার সহযোগী শশী সিংকে যথেষ্ট প্রমাণের অভাবে ছেড়ে দিয়েছে। কুলদীপের সাজা ঘোষণা হবে মঙ্গলবার।
উত্তরপ্রদেশের উন্নাওতে ২০১৭ সালে একটি ধর্ষণের ঘটনা ঘটে। ধর্ষণের শিকার হয় এক কিশোরী। তাকে অপহরণ করে ধর্ষণ করা হয়। সেই ঘটনার পর ওই কিশোরীর অভিযোগ পর্যন্ত গ্রহণ করেনি পুলিশ বলে অভিযোগ। কারণ তরুণীর অভিযোগ ছিল তৎকালীন বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেনগার তাকে ধর্ষণ করেছে। পুলিশ অভিযোগ তো নেয়ইনি তার ওপর ওই কিশোরীর বাবাকে এসে মারধর করে কুলদীপের ভাই অতুল সেনগার। অভিযোগ প্রবল মারে তখন ওই কিশোরীর বাবার মৃতপ্রায় অবস্থা হয়। কিন্তু সেই অবস্থায় তাঁকেই বরং পুলিশ গ্রেফতার করে হাসপাতালের বদলে থানায় নিয়ে যায়। সেখানেই তাঁর মৃত্যু হয়।
এই ঘটনার পর আর স্থির থাকতে পারেনি ওই কিশোরী। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে আত্মহত্যার চেষ্টা করে সে। ঘটনাটি ছড়িয়ে পড়তেই হৈচৈ শুরু হয়ে যায়। বিজেপি নেতার নাম জড়ানোয় অস্বস্তিতে পড়ে বিজেপি। পরে কুলদীপ সিং সেনগারকে বহিষ্কার করে দল। দলের ৪ বারের বিধায়ককে দল থেকে গত অগাস্টে বহিষ্কার করে বিজেপি। সেনগারের বিরুদ্ধে মামলা চলতে থাকে। অবশেষে দোষী সাব্যস্ত হল সে। এখনও সাজা ঘোষণা হয়নি। তবে দোষী সাব্যস্ত হওয়াতেই ওই কিশোরী বিচার পেল বলে মনে করছেন সকলে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা