নয়া নাগরিকত্ব বিলকে কেন্দ্র করে ফের উত্তাল হল দিল্লি। রবিবারের পর ফের মঙ্গলবার অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হল। রেহাই পেল না স্কুল বাসও। দিল্লির সীলমপুর এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। একটি পুলিশ পিকেটে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। একটি স্কুল বাসেও ভাঙচুরের ঘটনা ঘটে। পুলিশকে লক্ষ্য করে বৃষ্টির মত পড়তে থাকে ইট পাথর। বেশ কিছু গাড়িতেও আগুন লাগানোর ঘটনা ঘটে। বাস লক্ষ্য করেও পাথর বৃষ্টি হয়েছে।
সীলমপুর এলাকা দিল্লির অন্যতম ঘিঞ্জি এলাকা হিসাবে পরিচিত। বহু মানুষের বসবাস এখানে। সেখানেই মঙ্গলবার বিকেলে কয়েক হাজার বিক্ষোভকারী তাণ্ডব শুরু করেন। পাল্টা পুলিশও কাঁদানে গ্যাসের শেল ছুঁড়ে অবস্থা আয়ত্তে আনার চেষ্টা চালায়। বিক্ষোভকারীদের ছত্রখান করতে লাঠিচার্জও করে পুলিশ। বেশ কিছুক্ষণ ধরে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ চলতে থাকে।
পরিস্থিতি কিছুটা আয়ত্তে আসার পর দেখা যায় রাস্তা জুড়ে শুধু ইট আর পাথরের টুকরো। পুলিশের তরফে জানানো হয়েছে দুপুর থেকেই জমায়েত হচ্ছিল। বাসে পাথর ছুঁড়তে শুরু করলে পুলিশ তা আটকানোর চেষ্টা করে। তারপরই সংঘর্ষ শুরু হয়। কয়েকজন পুলিশকর্মী আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে তারা ঘটনার ফুটেজ হাতে পেয়েছে। সেইসব ফুটেজ দেখে চিহ্নিতকরণের কাজ হবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা