সুরাট থেকে গোয়া আসছিল স্পাইসজেটের একটি বিমান। বিমানটি গোয়ার ডাবোলিম বিমানবন্দরে নামার জন্য তৈরি হয়। অনেকটা নেমেও আসে নিচের দিকে। রানওয়ে ছোঁয়ার একটু আগেই বিমানের নোজ ল্যান্ডিং গিয়ার বেরিয়ে আসে। কিন্তু রানওয়ে কন্ট্রোলার হিসাবে থাকা এক আধিকারিক লক্ষ্য করেন বিমানের নোজ ল্যান্ডিং গিয়ার বেরিয়ে আসেনি। দ্রুত তিনি বিষয়টি এটিএস-কে জানান।
বিমান তখন আরও নেমে এসেছে। রানওয়ে ছোঁয়ার অপেক্ষা। এটিএস আর সময় নষ্ট না করে পাইলটকে বিমান রানওয়েতে নামাতে বারণ করে। বরং সেটি ফের ওপরে নিয়ে গিয়ে চক্কর মারতে বলে। পাইলটকে সমস্যার কথা জানানোও হয়। তাঁকে ফের চেষ্টা করতে বলা হয়। পাইলট ফের চেষ্টা করেন বিমানটিকে ল্যান্ড করানোর। কিন্তু এবারও নোজ ল্যান্ডিং গিয়ার বার হয়নি। আর নোজ ল্যান্ডিং গিয়ার না বার হলে বিমান নামাতে গেলেই দুর্ঘটনার ঝুঁকি থেকে যাচ্ছে।
তৃতীয়বার ফের বিমান অবতরণের চেষ্টা হয়। এবার পুরোটা না হলেও নোজ ল্যান্ডিং গিয়ার কিছুটা বেরিয়ে আসে। আর সময় নষ্ট করেননি পাইলট। বিমান অবতরণের সবরকম সুরক্ষার কথা মাথায় রেখে তিনি বিমানটিকে অবতরণ করান। চূড়ান্ত সতর্ক ছিলেন ভারতীয় নৌসেনা পরিচালিত ডাবোলিম বিমানবন্দরের আধিকারিকরা। বিমান অবতরণ করে ঠিকঠাক। এ যাত্রায় প্রাণে রক্ষা পান যাত্রীরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা