নয়া নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ গোটা দেশ জুড়েই আছড়ে পড়ছে। অনেক জায়গাতেই শান্তিপূর্ণ প্রতিবাদ, মিছিল হচ্ছে। আবার প্রতিবাদের নামে এদিন লখনউ দেখল এক রণক্ষেত্রের পরিস্থিতি। বিক্ষোভকারীদের তাণ্ডবের হাত থেকে রেহাই পেল না সাধারণ মানুষের গাড়ি, বাইক। আগুন দেওয়া হল বাসে। জ্বালানো হয় পুলিশ ফাঁড়ি। এমনকি আগুন নেভাতে আসা দমকলের গাড়িতেও পাথরবর্ষণ করা হল। আগুন দেওয়া হয়।
লখনউতে প্রতিবাদের তাণ্ডব রুখতে হাজির ছিল প্রচুর পুলিশ। বিক্ষোভকারীদের রুখতে কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয়। অন্যদিকে বিক্ষোভকারীদের দিক থেকে উড়ে আসে বিশাল বিশাল পাথর। এদিন বিক্ষোভকারীদের হাত থেকে রেহাই পায়নি সংবাদমাধ্যমও। সংবাদমাধ্যমের গাড়িতে ভাঙচুর হয়। ওবি ভ্যান ভাঙা হয়। ওবি ভ্যানে আগুন লাগানো হয়। চিত্রগ্রাহকদের ক্যামেরার ওপর হামলা হয়। সাংবাদিকদের তাক করে পাথর ছোঁড়া হয়। সারা ভারত জুড়ে সিএএ ও এনআরসি বিরোধী প্রতিবাদ হলেও এদিন লখনউয়ে প্রতিবাদের চেহারাটি ছিল একটু অন্যরকম।
মুখে কাপড় বেঁধে অনেক বিক্ষোভকারী লখনউয়ের পরিবর্তন চকে এই আন্দোলনকে হিংসাত্মক রূপ দেয়। এদিন লখনউতে একটি আন্দোলন চলছিল। কিন্তু যাঁরা বিক্ষোভ দেখাচ্ছিলেন তাঁদের দাবি তাঁরা শান্তিপূর্ণ বিক্ষোভ দেখাচ্ছিলেন কিন্তু কারা এই তাণ্ডব চালাল তাঁদের জানা নেই। এদিকে লখনউয়ের রাস্তায় এদিন তাণ্ডবের জেরে একের পর এক বাইক পুড়েছে, বাস পুড়েছে, গাড়ি পুড়েছে। পুলিশ এদিন বেশ কয়েকজনকে গ্রেফতার করে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা