উত্তরপ্রদেশে বুলন্দশহর, ভাদোহি, গোরক্ষপুর, কানপুর, একের পর এক জায়গা এদিন নাগরিকত্ব আইনের প্রতিবাদে অগ্নিগর্ভ হয়ে ওঠে। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ ভয়ংকর চেহারা নেয়। কোথাও পুলিশকে লক্ষ্য করে বৃষ্টির মত পাথরবর্ষণ হয়। কোথাও গাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। হিংসাত্মক চেহারা নেয় আন্দোলন। কানপুরে হিংসা থামাতে পুলিশকে গুলি চালাতে হয়। জানা যাচ্ছে গুলিতে ৭ জন আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে চিকিৎসা চলছে।
সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ এদিন হায়দরাবাদেও ছড়ায়। হায়দরাবাদের মক্কা মসজিদে নমাজের শেষে এদিন শান্তিপূর্ণ বিক্ষোভে সামিল হন বহু মুসলিম মানুষজন। হায়দরাবাদ তো বটেই, সেইসঙ্গে তেলেঙ্গানার অনেক শহরেই এদিন সিএএ-র বিরুদ্ধে আন্দোলন হয়। তবে গড়পড়তা সব আন্দোলনই ছিল শান্তিপূর্ণ। মহারাষ্ট্রে এতদিন সিএএ বা এনআরসি নিয়ে তেমন কিছু না হলেও শুক্রবার সেখানেও আন্দোলন শুরু হয়েছে।
খোদ মুম্বইতে শুক্রবার আন্দোলন হয়। মুম্বই ছাড়াও মহারাষ্ট্রের অনেক জায়গায় আন্দোলন ছড়াচ্ছে। আন্দোলন অনেক জায়গায় এদিন হিংসাত্মক চেহারা নেয়। সরকারি বাসে পাথর বর্ষণ হয়। এদিকে মেঙ্গালুরুতে গত বৃহস্পতিবার সিএএ বিরোধী আন্দোলনে গুলি চালনার ঘটনায় ২ জনের মৃত্যুর পর এদিন সেখানে কার্ফু জারি হয়েছে। শুক্রবার বেঙ্গালুরু থেকে মেঙ্গালুরু পৌঁছয় কংগ্রেসের একটি প্রতিনিধিদল। কিন্তু তাদের বিমানবন্দর থেকেই ফিরিয়ে দেওয়া হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা