শুক্রবারের নমাজের শেষে দিল্লির জামা মসজিদে এদিন সংশোধিত নাগরিকত্ব আইন ও এনআরসি-র বিরুদ্ধে বিক্ষোভে সামিল হলেন বহু মানুষ। গোটা চত্বর মানুষে মানুষে ছেয়ে যায়। বিক্ষোভ অবশ্য শান্তিপূর্ণই ছিল। একইসঙ্গে এদিন জামা মসজিদ এলাকায় বিক্ষোভ দেখায় ভীম আর্মি। চন্দ্রশেখর আজাদের ভীম আর্মি এদিন হাতে ভারতীয় সংবিধান ও আম্বেদকরের ছবি নিয়ে বিক্ষোভে সামিল হয়। ফলে গোটা এলাকা বিক্ষোভকারীতে ছেয়ে যায়।
জামা মসজিদ চত্বর যেহেতু ধর্মীয় স্থান, তাই সেখানে বিক্ষোভ প্রদর্শনের অনুমতি না থাকলেও এদিন বহু মানুষের জমায়েত হয় এখানে। প্রচুর পুলিশও মোতায়েন করা হয়। তবে পুলিশকে কোনও বড় ধরনের সমস্যা সামলাতে হয়নি। ভারতের বিশাল পতাকা হাতে চলে বিক্ষোভ। অনেকের হাতেই ভারতের জাতীয় পতাকা ছিল। মুখে ছিল হিন্দুস্তান জিন্দাবাদ ধ্বনি।
দিল্লির জামা মসজিদ চত্বরে এদিন সকাল থেকে যে বিক্ষোভ শুরু হয় তা প্রায় দিনভর বজায় ছিল। ফলে আশপাশের রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়। পুলিশ রাস্তা ব্যারিকেড করে আটকে দেয়। অন্যদিকে মেট্রো রেলের স্টেশনও বন্ধ রাখা হয়। দিল্লির জামা মসজিদ এলাকার ৪টি মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়। যারমধ্যে রয়েছে জামা মসজিদ, চৌরি বাজার, লালকেল্লার মত স্টেশন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা