দেশ জুড়ে যখন সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে তোলপাড় শুরু হয়েছে। গুলিতে মানুষের প্রাণ যাচ্ছে। সেই অস্থির পরিস্থিতিতে এবার সংশোধিত নাগরিকত্ব আইনের পাশে দাঁড়িয়ে বিবৃতি জারি করলেন দেশের ১ হাজার ১০০ জন বুদ্ধিজীবী, শিক্ষাবিদ। তাঁদের দাবি, এই আইনের হাত ধরে দীর্ঘদিনের দাবি পূরণ হল। তাঁরা একটি বিবৃতি জারি করে জানিয়েছেন, কংগ্রেস, সিপিএম সহ বিভিন্ন দলের তরফে বিভিন্ন সময়ে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা সংখ্যালঘু উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। এবার সেই দাবি পূরণ হবে।
সিএএ-র পক্ষে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারকে এই আইনের জন্য অভিনন্দনও জানিয়েছেন তাঁরা। তাঁদের মতে, এই আইন কোনও দেশ থেকে ভারতে এসে ভারতের নাগরিকত্ব চাওয়া মানুষকে আটকাবে না। সে নাগরিকত্ব প্রার্থী যে ধর্মেরই হননা কেন। তাছাড়া বুদ্ধিজীবী ও শিক্ষাবিদদের মতে, এই আইন উত্তরপূর্বের রাজ্যগুলির দীর্ঘদিনের চাহিদার কথা শুনেছে আর দাবিমত কাজ করেছে।
বিবৃতিতে সমর্থন থাকা এই ১ হাজার ১০০ জন বুদ্ধিজীবী ও শিক্ষাবিদরা অনুরোধ করেছেন কেউ যেন কারও ভুল প্রচারের ফাঁদে পা না দেন। সব জাতি, ধর্ম, বর্ণের কাছে এই আবেদন জানিয়েছেন তাঁরা। প্রসঙ্গত এখনও পর্যন্ত ১০ জনের ওপর মানুষের প্রাণ গিয়েছে সিএএ বিরোধী বিক্ষোভে অংশ নিয়ে। বহু গাড়ি জ্বলেছে। পুলিশের সঙ্গে সংঘর্ষ বেঁধেছে। আহত হয়েছেন অনেকে। বেশ কয়েকজন পুলিশকর্মীও আহত হয়েছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা