বিমানে একটি জানালার ধারে অতিরিক্ত পায়ের জায়গা থাকা আসনে বসেছিলেন বিজেপি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর। বিভিন্ন সময়ে প্রজ্ঞা ঠাকুর বিতর্কিত মন্তব্য করে দলেরই অস্বস্তির কারণ হয়েছেন। এবার বিমানে যাত্রীদের সঙ্গে ঝগড়া হল তাঁর। যে ভিডিও ভাইরাল হল। ১ মিনিট ৩৪ সেকেন্ডের ভিডিওটি ৭৬ হাজার বারের বেশি দেখা হয়েছে। সেখানে তাঁর ওই আসনে বসা নিয়ে বচসা চলছে।
বচসায় এক মহিলাকে দেখা না গেলেও তাঁর গলা শোনা গেছে। যিনি অভিযোগ করছেন যে বিমান সংস্থার কোনও পেশাদারিত্ব নেই। এক ব্যক্তি এগিয়ে আসেন প্রজ্ঞা ঠাকুরের সঙ্গে কথা বলতে। তিনি বলেন, সাংসদ হিসাবে তিনি একজন জন প্রতিনিধি। তাই তাঁর জনতার সুবিধা অসুবিধা দেখা উচিত। যে সিট তাঁর জন্য বরাদ্দই নয় সেখানে তিনি বসবেন কেন। মানুষের কথা মাথায় রেখে প্রজ্ঞা ঠাকুরের উচিত পরের বিমান ধরে যাওয়া বলেও জানান তিনি।
প্রজ্ঞা ঠাকুরের তাঁর আচরণের জন্য লজ্জিত হওয়া উচিত বলে মন্তব্য করতেই সাংসদ পাল্টা ভাষা ঠিক রাখার পরামর্শ দেন ওই ব্যক্তিকে। যদিও এই ব্যক্তি জানিয়ে দেন লজ্জা শব্দটা কোনও খারাপ কথা নয়। এই তর্কের পর অবশ্য বিমান ছাড়ে। তবে বচসার জেরে কিছুটা দেরি হয়। দিল্লি থেকে ভোপালগামী ওই স্পাইস জেটের বিমান ভোপালে নামার পর প্রজ্ঞা ঠাকুর অভিযোগ দায়ের করেন যে তাঁর সঙ্গে বিমানকর্মীরা খারাপ ব্যবহার করেছেন। যদিও তাঁর আচরণের জন্য সোশ্যাল মিডিয়ায় সমালোচনার শিকার হন বিজেপি সাংসদ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা