রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী বঢরাকে অদ্ভুত শব্দে আক্রমণ করলেন হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী। গান্ধী পরিবারের এই ২ সদস্যকে এদিন পেট্রোল বোমা বলে আক্রমণ করেন তিনি। হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজ বলেন, রাহুল ও প্রিয়াঙ্কা হলেন পেট্রোল বোমা। যেখানে যান সেখানেই আগুন ধরানোর চেষ্টা করেন। তাই দেশের মানুষের উচিত তাঁদের থেকে দূরে থাকা। সাবধান থাকা। স্বভাবতই এমন আক্রমণাত্মক ভাষায় কংগ্রেসের তরফে সমালোচনার ঝড় উঠেছে।
রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী বঢরা এদিন উত্তরপ্রদেশের মেরঠে সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। তবে তাঁদের সেখানে যেতে দেওয়া হয়নি। তাঁদের পথেই আটকে দেওয়া হয়। রাহুল ও প্রিয়াঙ্কার সঙ্গে কংগ্রেসের অন্য কয়েকজন নেতাও ছিলেন। সকলকেই রাস্তায় আটকে দেয় পুলিশ। মেরঠ বাইপাস রোডে তাঁদের গাড়ি আটকায় পুলিশ।
পুলিশের তরফে তাঁদের জানানো হয় শহরের অনেক জায়গায় ১৪৪ ধারা জারি রয়েছে। তাই তাঁদের ঢুকতে দেওয়া যাবেনা। কংগ্রেস নেতারা জানান তাঁরা ১৪৪ ধারা ভাঙতে চান না। কেবল ৩ জন নেতা গিয়ে পরিবারগুলির সঙ্গে দেখা করবেন। যা ১৪৪ ধারাকে ভাঙে না। যদিও তার পরও তাঁদের যেতে দেওয়া হয়নি। ফলে ফিরে আসেন গান্ধী ভাই-বোন ও কংগ্রেস নেতারা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা