এসেছিলেন বছর শেষের আনন্দে গা ভাসাতে। একটু আনন্দে মন ভরাতে। ২ জনেই যুবক। তরতাজা প্রাণ। তাঁদের যে এমন মর্মান্তিক পরিণতি হতে পারে তা বোধহয় কেউ কল্পনাও করতে পারেননি। উৎসব দেখতে এসে তার প্রবেশদ্বারের মুখেই অচেতন হয়ে পড়ে যান ২ যুবক। হাসপাতালে নিয়ে গেলে তাঁদের মৃত বলে ঘোষণা করা হয়। কেন মৃত্যু, কীভাবে মৃত্যু কিছুই পরিস্কার নয়।
ঘটনাটি ঘটেছে গোয়ায় চলা সানবার্ন উৎসবের প্রবেশদ্বারে। উত্তর গোয়ায় সমুদ্রপারের গ্রাম ভাগাটর। এখানেই চলছে সানবার্ন উৎসব। বছর শেষের আনন্দে মাতোয়ারা পর্যটকরা। সেই উৎসবে সামিল হতে অন্ধ্রপ্রদেশ থেকে হাজির হয়েছিলেন ২ যুবক সাই প্রসাদ ও ভেঙ্কট। পুলিশ জানাচ্ছে এঁরা ২ জনেই উৎসব শুরুর ঠিক আগে গেটের কাছে অজ্ঞান হয়ে পড়ে যান। তারপরই তাঁদের হাসপাতাল নিয়ে যাওয়া হয়।
উৎসবের দরজায় এমন ঘটনায় হৈচৈ পড়ে যায়। কিন্তু এত কিছু হয়ে গেলেও উৎসবের আয়োজকরা জানিয়েছেন তাঁদের এমন কোনও ঘটনা ঘটেছে বলে জানা নেই। পুলিশ অবশ্য পুরো ঘটনার তদন্তের জন্য ওই ২ জনের মৃত্যুর কারণ সম্বন্ধে পরিস্কার হতে চাইছে। এদিকে এমন এক ঘটনার পর উৎসবের কিছুটা তাল কাটে। তবে বছর শেষের আনন্দ পরে তার নিজের ছন্দেই ফিরে আসে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা