রেকর্ড গড়ার দোরগোড়ায় রাজধানী দিল্লি। এক আধ বছরের রেকর্ড নয়। ১১৯ বছরের রেকর্ড ভাঙতে চলেছে দেশের রাজধানী। দিল্লির তাপমাত্রার পারদ পড়েই চলেছে। এদিন দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১.৭ ডিগ্রি। এই ঠান্ডা যে এখনই কমবে এমন কোনও ইঙ্গিত দিতে পারছেনা হাওয়া অফিস। বরং ঠান্ডার এই দাপট বজায় থাকবে বলেই পূর্বাভাস। ফলে ঠকঠক করে কাঁপছে দিল্লি। তারওপর উপরি সমস্যা এখানকার ঘন কুয়াশা।
ডিসেম্বরে এমন কড়া ঠান্ডা দিল্লির কোনও বাসিন্দা দেখেননি। রেকর্ড বলছে ১৯০১ সালে দিল্লি সবচেয়ে বেশি ঠান্ডার ডিসেম্বর দেখেছিল। তারপর ২০১৯ সালে সেই রেকর্ড ছুঁতে চলেছে রাজধানী। ডিসেম্বরের আর কটা দিন হাতে। তারপরই এই রেকর্ড গড়া সম্পূর্ণ হবে। আর ১১৯ বছর পর ফের রেকর্ড গড়া যে নিশ্চিত তা পূর্বাভাস থেকেই পরিস্কার। কারণ দিল্লির পারদ পতন এভাবেই সামনের কিছুদিন বজায় থাকবে।
দিল্লিতে চিরকালই শীতের ঠান্ডা কামড় বসায়। কিন্তু তা ওঠানামাও করে। এমন একই ঠান্ডা দিনের পর দিন বজায় থাকেনা। অন্তত ডিসেম্বরে তো নয়ই। দিনের পারদ পতনেও রেকর্ড গড়েছে দিল্লি। ২০১৩ সালে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ২.৪ ডিগ্রি। আর ১৯৯৬ সালে ২.৩ ডিগ্রি। এদিন সেই রেকর্ডও ভেঙেছে। দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১.৭ ডিগ্রি। এদিকে এবার ৩১ ডিসেম্বর দিল্লিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কাশ্মীর উপত্যকায় প্রবল তুষারপাতেরও ইঙ্গিত রয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা