শীতের সকাল। ফলে সকাল হচ্ছেও দেরিতে। উপরি পাওনা কনকনে ঠান্ডা আর ঘন কুয়াশা। তারমধ্যেই এক কংগ্রেস নেতাকে গুলি করে হত্যার ঘটনা চাঞ্চল্য ছড়াল। একদম কাছ থেকে, যাকে বলে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে তাঁকে হত্যা করা হয়। আততায়ীরা বাইকে চেপে এসে গুলি করে পালায় বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় স্থানীয় কংগ্রেস কর্মীরা ক্ষোভে ফেটে পড়েন। রাস্তা অবরোধ করেন তাঁরা। পুলিশ এলে পুলিশের গাড়িতেও ভাঙচুরের ঘটনা ঘটে।
শনিবার সকালে ঘটনাটি ঘটেছে বিহারের হাজিপুরের সিনেমা রোডে। প্রতিদিনের অভ্যাস। তাই শীত, গ্রীষ্ম, বর্ষা কিছুই কংগ্রেস নেতা রাকেশ কুমারকে জিমে যাওয়া থেকে আটকাতে পারত না। এদিনও তিনি অভ্যাসমত জিমের পথে যাচ্ছিলেন। সেই সময় বাইকে করে তাঁর পাশে এসে দাঁড়ায় আততায়ীরা। তারপর তাঁকে ৪টি গুলি করে তারা। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন মধ্যবয়সী রাকেশ কুমার। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
এই ঘটনার খবর হতেই সেখানে হাজির হন স্থানীয় মানুষ থেকে কংগ্রেস কর্মী সমর্থকেরা। তাঁরা পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। পুলিশ এলে পুলিশের গাড়ি ভাঙচুর হয়। অবিলম্বে দোষীদের গ্রেফতার করে শাস্তি দিতে হবে বলে কংগ্রেসের তরফে দাবি ওঠে। কংগ্রেস যুব নেতা হিসাবেই আত্মপ্রকাশ করেন রাকেশ কুমার। পরে বিহার কংগ্রেসের অন্যতম মুখ হয়ে ওঠেন তিনি। তাঁকে এভাবে হত্যার ঘটনা গোটা রাজ্য জুড়েই চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা