খাদি গ্রামীণ ও শিল্প কমিশনের ডায়েরি ও ক্যালেন্ডার থেকে গান্ধীজির ছবি সরিয়ে সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি দেওয়ার পক্ষে সওয়াল করে সোরগোল ফেলে দিলেন হরিয়ানার বিজেপি মন্ত্রী অনিল ভিজ। এমনকি দেশের কাগজি নোট থেকেও গান্ধীজির ছবি সরানোর পক্ষে সওয়াল করে ভিজ বলেন, যবে থেকে টাকায় গান্ধীজির ছবি দেওয়া শুরু হয়েছে, তবে থেকে টাকার অবমূল্যায়ন শুরু হয়েছে। যদিও প্রধানমন্ত্রীর এমন গুণগানের পরও দলকে পাশে পাননি ভিজ। বরং এটা তাঁরার নিতান্তই ব্যক্তিগত মতামত বলে জানিয়ে হাত ধুয়ে ফেলেছে বিজেপি। দলের সুরেই সুর মিলিয়েছেন হরিয়ানার বিজেপি মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার। এদিকে ভিজের বক্তব্য সামনে আসার পরই সমালোচনায় ফেটে পড়ে কংগ্রেস। এত চাপের মুখে অবশেষে কয়েক ঘণ্টা পর ভিজ নিজেই জানান তিনি যা বলেছেন তা নিতান্তই নিজের বক্তব্য। এই বক্তব্যে কেউ আঘাত পেয়ে থাকলে তিনি দুঃখিত। তিনি তাঁর বক্তব্য ফিরিয়ে নিচ্ছেন। যদিও রাজনৈতিক মহল আড়ালে অন্য কথাই বলছে। তাঁদের মতে, যা করার ভিজ করে দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গুডবুকে নিজের নাম তুলে নিয়েছেন হরিয়ানার এই মন্ত্রী!