বিয়ের কোনও বয়স হয় কী! এই যে শোনা যায় বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে! আসলে ভালবাসার বয়স হয়না। বয়স তো একটা নম্বর মাত্র! প্রেম চিরন্তন। তা জীবনকালের যে কোনও মুহুর্তে মনের কোণে জাল বুনতে পারে আপন খেয়ালে। আর সেটা যে কতটা সত্যি তা প্রমাণ করলেন ৬৭ বছরের কোচানিয়ান ও ৬৫ বছরের লক্ষ্মী। জীবনের প্রায় শেষ প্রান্তে পৌঁছে ২ জনের স্থান হয়েছিল সরকারি একটি বৃদ্ধাবাসে। সেখানেই প্রথম দেখা ২ জনের। ক্রমে ঘনিষ্ঠ হয় বন্ধুত্ব। নিজেদের অজান্তেই ২ জন ২ জনকে ভালবেসে ফেলেন।
গভীর প্রেম জীবনের সায়াহ্নে পৌঁছে দুজনকেই আবেশে জড়িয়ে নেয়। আর সব প্রেমের মতই কোচানিয়ান ও লক্ষ্মীর প্রেমও পরিণতি চাইছিল। পরিণতি পায়ও। সমাজের তথাকথিত যাবতীয় ধ্যান ধারণাকে নস্যাৎ করে দুজনে দেখিয়ে দেন প্রেমের বয়স হয়না। দুজন স্থির করেন তাঁরা বিয়ে করবেন। যেমন ভাবা তেমন কাজ। বিবাহবন্ধনে আবদ্ধ হলেন কোচানিয়ান ও লক্ষ্মী।
কেরালার রামভরমপুরমে একটি বৃদ্ধাবাস থেকে তাঁরা সংসার পাতলেন। এমন ভাবার কোনও কারণ নেই যে এই বয়সে বিয়ে তাঁরা নমো নমো করে সেরেছেন। না একদম নয়। বরং বিয়ে হয়েছে ধুমধাম করে। একদম যাবতীয় বিবাহ রীতি মেনে। বিয়ের দিন লক্ষ্মী পড়েন লাল সিল্কের শাড়ি। মাথায় ছিল জুঁই ফুলের মালা। কোচানিয়ানের পরনে ছিল চিরাচরিত মুন্দু ও শার্ট। এমনকি লক্ষ্মীকে বিয়ের পর কোচানিয়ান চুম্বনে আবদ্ধ করেন। এই ২ তথাকথিত বৃদ্ধের বিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেলেছে। শুভেচ্ছা ও অভিনন্দনের বন্যায় ভেসে গেছেন দুজনই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা