কনকনে ঠান্ডা। তায় আবার ঘরে কোনও বায়ু চলাচলের জায়গা নেই। তাই বাইরে সেভাবে আগুন বেরিয়েও আসেনি। বেরিয়ে আসেনি কালো ধোঁয়ায় ভরে যাওয়া ঘরের ধোঁয়া। কেউ তাই জানতেও পারেননি ঘরের মধ্যে কী মর্মান্তিকভাবে মৃত্যুর কোলে ঢলে পড়ছেন এক ৪০ বছরের মহিলা ও ৫ শিশু। সকাল হওয়ার পরও দীর্ঘক্ষণ ঘর থেকে কাউকে বার হতে না দেখে সন্দেহ হয় স্থানীয়দের। তাঁরাই তখন পুলিশে খবর দেন। পুলিশ এসে ঘর খুলে সেখান থেকে ৬টি দেহ উদ্ধার করে।
বাড়ির অন্যরা মেরঠে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। বাড়িতে ছিলেন ওই মহিলা ও তাঁর সঙ্গে বাড়ির ৫ শিশু। যাদের মধ্যে সবচেয়ে বড়জনের বয়স ১২। বাকি ৩ জনের বয়স ৮ বছর ও ছোটটার বয়স ৫ বছর। পুলিশ প্রাথমিক তদন্তের পর জানিয়েছে, এদের প্রত্যেকেরই মৃত্যু হয়েছে ধোঁয়ায় দম বন্ধ হয়ে। দেহগুলি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এমন মর্মান্তিক ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে।
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের মৌলানা আজাদ কলোনিতে। এখানেই একটি একতলার ঘরে ছিলেন মৃত ৬ জন। ঘরটি চারিদিক থেকে বদ্ধ। কোনও হাওয়া চলাচলের জায়গা নেই। জানালা নেই। পুলিশের অনুমান ঘরে থাকা টিভি বা ফ্রিজে শর্টসার্কিট হয়। তার থেকেই আগুন ছড়ায়। কালো ধোঁয়ায় ভরে যায় ঘর। ঘুমের মধ্যেই সেই ধোঁয়ায় মৃত্যু হয় সকলের। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা