বিকেলবেলায় টুকটাক মুখরোচক খাবার সব পরিবারেই খাওয়া হয়ে থাকে। যেখানে ভাজা জাতীয় খাবার প্রাধান্য পায়। সঙ্গে চা তো আছেই। বিকেলের হাল্কা টিফিন বলতে যা বোঝায় তাই। সেই টিফিন যে এমন প্রাণঘাতী হয়ে যাবে কে জানত! এক ৪৫ বছরের মহিলা ও তাঁর মা বিকেলে চায়ের সঙ্গে আলু ভাজা খাচ্ছিলেন। গোল গোল করে কাটা আলু সামান্য বেসনজাতীয় জিনিসে চুবিয়ে ভাজা। সেই আপাত নিরীহ ভাজাই কেড়ে নিল মহিলার প্রাণ।
পুলিশ জানাচ্ছে, চেন্নাইয়ের বাসিন্দা ওই ৪৫ বছরের মহিলা পদ্মাবতী মায়ের সঙ্গে আলু ভাজা খাওয়ার সময় তাঁর গলায় শ্বাসনালীতে আলু ভাজা আটকে যায়। দম প্রায় বন্ধ হয়ে আসে। ঘরোয়া টোটকা যা যা হয় সবই চেষ্টা করে দেখা হয়। কিন্তু কোনও ফল হয়নি। অগত্যা তাঁকে নিয়ে হাসপাতালে ছোটেন পরিবারের লোকজন।
পদ্মাবতীকে কাছের একটি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে পরীক্ষা করার পর জানান হাসপাতালে আনার আগেই পদ্মাবতীর মৃত্যু হয়েছে। শ্বাসনালীতে আলু ভাজা এমনভাবে আটকে যায় যে তিনি আর শ্বাস নিয়ে উঠতে পারেননি। দমবন্ধ হয়ে মৃত্যু হয় তাঁর। তাঁর স্বামী রয়েছেন। এমন দুর্ভাগ্যজনক ঘটনায় গোটা পরিবার শোকস্তব্ধ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা