হায়দরাবাদে চিকিৎসক তরুণীকে গণধর্ষণের পর খুন করে তাঁকে পুড়িয়ে দেওয়ার ঘটনায় অভিযুক্ত ৪ জনকে গ্রেফতার করা হয়। পরে তাদের দিয়ে ঘটনার পুনর্নির্মাণ করার সময় তারা পালানোর চেষ্টা করে বলে অভিযোগ করে পুলিশ। তাদের আটকাতে গুলি চালিয়ে তাদের এনকাউন্টার করা হয়। সেই ঘটনার পর হায়দরাবাদ পুলিশকে গোটা দেশই এনকাউন্টারের জন্য অভিনন্দন জানায়। সেই ঘটনার পরই প্রশ্ন উঠতে শুরু করেছিল নির্ভয়া কাণ্ডের ৭ বছর কেটে যাওয়ার পরও কেন দোষীদের উপযুক্ত শাস্তি হল না? তাদের ফাঁসির সাজার দাবিও ওঠে।
সেই দাবি খুব দ্রুত পূরণ হল। ৪ দোষীকে ফাঁসির সাজা শোনাল আদালত। আগামী ২২ জানুয়ারি তাদের ফাঁসি দেওয়া হবে। সকাল ঠিক ৭টায় ফাঁসি মুকেশ সিং, পবন গুপ্তা, বিনয় শর্মা ও অক্ষয় কুমার সিংয়ের। তিহার জেলেই এই ফাঁসি দেওয়ার কাজ সম্পূর্ণ হবে। ফাঁসির সাজার কথা সামনে আসার পর কার্যতই খুশি নির্ভয়ার গোটা পরিবার। নির্ভয়ার মা বলেন, এতদিনে তাঁর মেয়ে ন্যায় পেল। এই শাস্তি ঘোষণা গোটা বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা বাড়িয়ে দেবে।
২০১২ সালের ১৬ ডিসেম্বর নির্ভয়াকে দিল্লিতে বাসের মধ্যে নারকীয় গণধর্ষণের পর নগ্ন, রক্তাক্ত অবস্থায় রাস্তায় ছুঁড়ে ফেলে পালায় দোষীরা। সেই ঘটনা গোটা দেশকে উত্তাল করে দেয়। ২৩ বছরের নির্ভয়ার প্রবল যন্ত্রণা ও মৃত্যুর পর দোষীদের চরম সাজা চাইছিল গোটা দেশ। তাদের গ্রেফতার করে মামলা শুরু হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা