ভারতের অন্যতম প্রাচীন শহর বারাণসী। আর বারাণসী বললেই যে মন্দিরটির কথা মনে আসে তা কাশী বিশ্বনাথ মন্দির। কাশী বিশ্বনাথের টানে বহু মানুষ দেশ বিদেশ থেকে হাজির হন এই প্রাচীন শহরে। কাশী বিশ্বনাথ মন্দিরে ঢুকতে গেলে কোনও বিশেষ পোশাক বিধি নেই। দর্শনার্থীরা তাঁদের ইচ্ছামত পোশাক পরেই মন্দিরে প্রবেশ করতে পারেন। কিন্তু সেই নিয়ম বদলে যাচ্ছে। আগামী দিনে কাশী বিশ্বনাথের দর্শন পেতে হলে নির্ধারিত পোশাক পরেই মন্দিরে প্রবেশ করতে হবে ভক্তদের।
কাশী বিদ্বত পরিষদ সিদ্ধান্ত নিয়েছে আগামী দিনে বিশ্বনাথ মন্দিরে প্রবেশ করতে গেলে ভক্তদের তাদের ঠিক করে দেওয়া পোশাক পরেই ঢুকতে হবে। নয়তো দূর থেকেই মন্দিরকে প্রণাম করে চলে যেতে হবে। কী পরতে হবে? পুরুষদের ক্ষেত্রে স্থির হয়েছে তাঁদের ভারতীয় রীতি মেনে ধুতি, কুর্তা পরেই মন্দিরে প্রবেশ করতে হবে। আর মহিলাদের ক্ষেত্রে শাড়ি পরতেই হবে। তবেই মিলবে মন্দিরে প্রবেশাধিকার।
নতুন পোশাক বিধি স্থির হলেও তা কবে থেকে কার্যকর হবে তা এখনও ঠিক হয়নি। তবে খুব দ্রুতই যে তা কার্যকর হতে চলেছে তা পরিস্কার করে দেওয়া হয়েছে। আধুনিক যুগে ধুতি পরার অভ্যাস অনেকেরই নেই। নব্য প্রজন্মের মেয়েদের ক্ষেত্রে শাড়ি পড়ার অভ্যাসও কম। সেক্ষেত্রে মন্দিরে প্রবেশের জন্য এই পোশাক পরতে কিছুটা সমস্যা যে হবেই তা মেনে নিচ্ছেন অনেকেই। কিন্তু যা স্থির হয়েছে তাতে মন্দিরে পুজো দিতেই যদি হয় তাহলে রপ্ত করতে হবে ধুতি-কুর্তা পরা বা শাড়ি পড়ার অভ্যাস। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা