হাসপাতালে ঢুকতে পারলেও সেই হাসপাতালের অপারেশন থিয়েটার পর্যন্ত পৌঁছনো একজন সাধারণ মানুষের পক্ষে মুশকিল। কিন্তু এ হাসপাতালের এতটাই দুরবস্থা যে সেখানে সকলের নজর এড়িয়ে অপারেশন থিয়েটারে ঢুকে পড়তে পারে কুকুর। খুবলে খেতে পারে এক সদ্যোজাতকে। এমনই ঢিলেঢালা সুরক্ষা বন্দোবস্ত। জন্মানোর পর পৃথিবীর আলো চোখে পৌঁছনোর আগেই অপারেশন থিয়েটারে প্রাণ হারাল এক সদ্যোজাত শিশু। জন্মানোর পর তার ১ ঘণ্টাও কাটল না। তার মধ্যেই অপারেশন থিয়েটারে ঢুকে ওই শিশুকে খুবলে মারল কুকুর।
শিউরে ওঠার মত ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ফারুকাবাদে। এখানেই একটি বেসরকারি হাসপাতালে কাঞ্চন নামে এক মহিলা শিশুর জন্ম দেন। উদ্বিগ্ন পরিবারের লোকজনকে চিকিৎসকেরা সুখবরও দেন। জানান পুত্র সন্তান জন্ম নিয়েছে। এরপর মা ও শিশুকে বেডে দিতে একটা সময় লাগে। সেই সময়টা ওটিতেই রাখা হয় মা ও শিশুকে। প্রায় ঘণ্টাখানেক পর পরিবারের সকলে তখনও ওটি-র সামনে। তাঁরা দেখেন ওটি থেকে তাড়িয়ে বার করা হচ্ছে একটি কুকুরকে। হাসপাতালের কর্মীরাই কুকুরটিকে ওটি থেকে বার করছেন।
কুকুরটিকে বার করে দেওয়ার পরই একজন অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে এসে পরিবারের লোকজনকে জানান শিশুটির মৃত্যু হয়েছে। কীভাবে মৃত্যু হল? এই তো জন্ম নিল শিশুটি! সুস্থও ছিল! পরিবারের লোকজনের সন্দেহ হওয়ায় তাঁরা ওটি-তে জোর করে ঢুকে পড়েন। তাঁদের দাবি, তখনই তাঁরা দেখেন শিশুটি ওটি-র মেঝেতে পড়ে রয়েছে। তার ঘাড়ের কাছে গভীর ক্ষত চিহ্ন রয়েছে। এই ঘটনার পর পরিবারের তরফে পুলিশে অভিযোগ দায়ের করা হয়। পুলিশ সংশ্লিষ্ট চিকিৎসক ও সেই সময় যাঁরাই ওটি-তে হাজির ছিলেন তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। হাসপাতালের মালিক অবশ্য পুরো বিষয়টি উড়িয়ে দিয়ে জানিয়েছেন তাঁকে জানানো হয়েছে শিশুটি মৃত অবস্থায় জন্ম নিয়েছে। পুলিশ শিশুটির দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা