নির্ভয়া কাণ্ডের ৪ দোষী মুকেশ, বিনয় শর্মা, অক্ষয় ঠাকুর ও পবন গুপ্তার ফাঁসির সাজা হওয়ার পর তাদের ফাঁসির দিন ধার্য হয় ২২ জানুয়ারি সকাল ৭টা। সেই দিন পরে বাতিল হয়। ফলে সারা দেশ তাকিয়েছিল কবে নতুন দিন ধার্য হয় সেদিকে। এরমধ্যে মুকেশ রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চেয়ে আবেদন করেছিল। কিন্তু সেই আবেদন নাকচ করে দিয়েছেন রাষ্ট্রপতি। এই অবস্থায় ৪ জনের কারও প্রাণ ভিক্ষার আবেদন কোথাও পরে নেই।
শুক্রবার সরকারি আইনজীবী সেকথাই জানিয়ে আদালতের কাছে নতুন করে তাদের ফাঁসির দিন ধার্য করার আবেদন জানান। আদালত নিশ্চিত হয় যে আর কোথাও এদের ফাঁসি থেকে অব্যাহতি দেওয়ার জন্য আবেদন পড়ে নেই। তারপরই অতিরিক্ত সেশন জজ সতীশ কুমার আরোরা এই ৪ জনের নতুন ফাঁসির দিন ঘোষণা করেন। এদের নতুন ফাঁসির দিন ধার্য হয়েছে পয়লা ফেব্রুয়ারি ভোর ৬টা।
ফাঁসি কার্যকর হবে দিল্লির তিহার জেলে। এদিকে আগেই ফাঁসির সব তোরজোড় শুরু হয়ে গিয়েছিল। দড়িকে সঠিক অবস্থায় আনা। ফাঁসি সুনিশ্চিত করতে তার ট্রায়াল করা। সবই করা হচ্ছিল। তারমধ্যেই বদলে যায় ২২ জানুয়ারি ফাঁসির দিন। এদিকে ফাঁসির সাজার খবরে নির্ভয়ার বাবা-মা যতটাই খুশি হয়েছিলেন। ফাঁসি পিছনোয় তাঁরা ততটাই ফের ভেঙে পড়েছিলেন। নতুন দিন ঘোষণার পর অবশ্যই তাঁরা খুশি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা