বাচ্চারা চকোলেট ভালবাসে। সেই চকোলেটের লোভ কাজে লাগিয়েই নিজের পৈশাচিক প্রবৃত্তি চরিতার্থ করল এক সিআরপিএফ জওয়ান। যাঁর হাতে সুরক্ষা, সেই ব্যক্তিই কিনা এক শিশুকে রেহাই দিল না! সহকর্মীর মেয়ে সম্পর্কে তার কন্যাসম। তায় আবার শিশু। তাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হল সিআরপিএফ জওয়ান এম কান্দাস্বামীকে। ওই ব্যক্তি তামিলনাড়ুর বাসিন্দা। তবে কর্মসূত্রে ছিল ওড়িশার পারাদ্বীপে।
জগতসিংহপুরের পারাদ্বীপের আইওসিএল টাউনশিপে কর্মরত ছিল অভিযুক্ত। সেখানে সিআরপিএফ হেড কনস্টেবল হিসাবে কর্মরত ছিল সে। সেখানেই তার সঙ্গে কাজ করতেন আর এক সিআরপিএফ জওয়ান। গত শুক্রবার রাতে ওই জওয়ান ও তাঁর পরিবার পুলিশের কাছে অভিযোগ দায়ের করে যে কান্দাস্বামী তাঁদের ৪ বছরের মেয়েকে ধর্ষণ করেছে। পুলিশ অভিযোগ পাওয়ার পর কান্দাস্বামীকে গ্রেফতার করে। তদন্ত শুরু হয়েছে।
৪ বছরের ওই শিশুর পরিবারের অভিযোগ কান্দাস্বামী তার ঘরে ডেকে নিয়ে যায় ওই শিশুটিকে। তারপর সেখানেই তাকে ধর্ষণ করে। ফাঁকা ঘরে তাকে ধর্ষণ করার পর শিশুটিকে বাড়িতে ফিরিয়েও দেয়। কিন্তু পুরো বিষয়টি শিশুর পরিবারের কাছে কিছুক্ষণের মধ্যেই পরিস্কার হয়ে যায়। তারপর আর সময় নষ্ট না করে রাতেই তাঁরা পুলিশে অভিযোগ দায়ের করেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা