মেট্রোয় সারাদিনে বহু মানুষ সফর করছেন। সেই ভিড়েই মিশে এক মহিলা মেট্রো স্টেশনে হাজির হন। কাঁধে ঝোলানো ব্যাগ। আপাত নিরীহ সেই ব্যাগের মধ্যেই ছিল কার্তুজ। ৩১৫ বোরের কার্তুজ। সেই কার্তুজ নিয়েই সফর করছিলেন তিনি। যা সুরক্ষায় থাকা সিআইএসএফ কর্মীরা জানতে পারেন। তারপরই তাঁকে গ্রেফতার করা হয়। মেট্রো স্টেশন থেকেই তাঁকে গ্রেফতার করে সিআইএসএফ। এই ঘটনায় যাত্রীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ঘটনাটি ঘটেছে দিল্লির জামা মসজিদ মেট্রো স্টেশনে। সিআইএসএফ-এর জেরার মুখে ওই মহিলা জানিয়েছেন, কদিন আগে তাঁর বাড়িতে এক আত্মীয় এসেছিলেন। তাঁর একটি লাইসেন্স থাকা বন্দুক রয়েছে। তিনি ভুলবশত তাঁর বাড়িতে ওই বন্দুকের কার্তুজ ফেলে যান। সেই কার্তুজ দেখতে পেয়ে তিনি তাঁর ব্যাগে তুলে রাখেন। এদিকে এরমধ্যেই তাঁর কাছে খবর আসে তাঁর ভাইপো নয়ডায় মারা গেছেন।
সেই খবর পেয়েই তিনি তাঁর ব্যাগ নিয়ে বার হন নয়ডায় যাওয়ার জন্য। ব্যাগে কার্তুজ ২টো থেকে যায়। ওই মহিলাকে গ্রেফতার করে তাঁর বলা বয়ান সত্য কিনা তা খতিয়ে দেখছে সিআইএসএফ। আলিগড়ের বাসিন্দা ওই মহিলার সব কথা সত্যি কিনা তা যাচাই করছে তারা। এর পিছনে অন্য কোনও উদ্দেশ্য ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা