নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীতে সারা দেশে ছুটির দাবি অধরাই থেকে গেছে। পশ্চিমবঙ্গ সরকার এদিন ছুটি পালন করে। ঝাড়খণ্ডেও চালু ছিল নেতাজি জন্মজয়ন্তীতে ছুটি। কিন্তু ঝাড়খণ্ডে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর ২০১৫ সাল থেকে সেখানে নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মজয়ন্তীতে ছুটি বাতিল করে দেয়। কিন্তু সেই বাতিল ছুটিকে ফের ফিরিয়ে আনলেন ঝাড়খণ্ডের নতুন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন।
ঝাড়খণ্ডে হেরে ক্ষমতাচ্যুত হয়েছে বিজেপি। এখন হেমন্ত সোরেনের সরকার। তিনি বিজেপির ২৩ জানুয়ারিতে ছুটি বাতিলকে ফের বাতিল করে এবছর থেকে ছুটিটা ফিরিয়ে আনলেন। ফলে ঝাড়খণ্ডেও নেতাজি জন্মজয়ন্তীতে ছুটি চালু হল ফের। হেমন্ত সোরেন মনে করিয়ে দেন নেতাজির অনেক কর্মকাণ্ডের সঙ্গে ঝাড়খণ্ড জড়িয়ে আছে। তাই এই ছুটি নতুন করে ফেরানো হল।
ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী বলেন, নেতাজি সুভাষচন্দ্র বসুর দেশের স্বাধীনতা আন্দোলনে অবদান ভোলার নয়। তাঁর আদর্শে দেশের যুব সমাজের অনুপ্রাণিত হওয়া উচিত বলেও জানান হেমন্ত। নেতাজির পদাঙ্ক অনুসরণ করে নিজের রাজ্য ও দেশকে গর্বিত করা যুব সমাজের দায়িত্ব বলেও জানান তিনি। ঝাড়খণ্ডের নতুন সরকারের এই সিদ্ধান্ত অবশ্যই বাঙালিদের কাছে গর্বের। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা