বিমানবন্দরের ১ নম্বর টার্মিনালের সঙ্গে ২ নম্বর টার্মিনালের যোগাযোগ তৈরি করতে একটি নির্মাণ কাজ চলছিল। চলছিল বেশ কয়েকদিন ধরেই। সেই নির্মাণের ছাদটি তৈরি হয়েই গিয়েছিল। কিন্তু কোথাও হয়তো গলদ ছিল। যার জেরেই ঘটে গেল দুর্ঘটনা। ভেঙে পড়ল সেই ছাদ। হুড়মুড়িয়ে ভেঙে পড়ায় ১ জনের মৃত্যু হয়েছেন। আহত হয়েছেন ১ জন। বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। বিমানবন্দরে এমন কাণ্ড ঘটায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে ওড়িশার ভুবনেশ্বরের বিজু পট্টনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরে। পুলিশ জানায়, বিশাল ছাদ ভেঙে পড়ায় তার তলায় পড়ে যান এক ব্যক্তি। ওই নির্মাণ কার্যের প্রয়োজনে যেসব মালপত্র দরকার তা আসছে ট্রাকে। তেমনই একটি ট্রাকের কর্মী তিনি। নাম অন্তর্যামী গুরু। আরও একজন এই ঘটনায় আহত হয়েছেন। তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনা ঘটার পরই শুরু হয় উদ্ধারকাজ। বিশাল ধ্বংসস্তূপের মধ্যে থেকে বার করে আনা হয় মৃত ব্যক্তিকে। কিন্তু কেন ভেঙে পড়ল ছাদটি? কোথায় ছিল গলদ? নির্মাণকারী সংস্থার তরফে বিষয়টি নিয়ে হাত ঝেড়ে ফেলার চেষ্টা হয়েছে। তাদের তরফে জানানো হয়েছে সবধরনের সুরক্ষা বন্দোবস্ত নিয়েই কাজ হচ্ছিল। তাদের তরফে আরও জানানো হয়েছে ওই দিনের মত কাজ শেষ করে শ্রমিকরা ফিরে এসেছিলেন। তারপর ঘটনাটি ঘটে। তাই তাদের দিক থেকে কোনও গলদ নেই। ঘটনার তদন্ত শুরু হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা