বাড়িটা পুরো এখনও তৈরি হয়নি। তৈরি চলছিল। তার মধ্যেই সেখানে শুরু হয়েছিল একটি কোচিং সেন্টার। শনিবার বিকেলে সেখানে কোচিং ক্লাসও ছিল। পড়ুয়ারা হাজির ছিল। শিক্ষক হাজির ছিলেন। আচমকাই ভেঙে পড়ে নির্মীয়মাণ বাড়িটির একটা বড় অংশ। পুরো ঘটনা এতটাই আচমকা ঘটে যে কোচিং সেন্টার ছেড়ে বেরিয়ে আসার সময়টুকুও পায়নি ছাত্ররা। ওই অতিকায় বাড়ির ধ্বংসস্তূপের তলায় চলে যায় তারা।
শনিবার বিকেলে ঘটনাটি ঘটে দিল্লির ভজনপুরা এলাকায়। এখানেই তৈরি হচ্ছিল বাড়িটি। বাড়ি ভেঙে পড়ার খবর পেয়ে দ্রুত সেখানে হাজির হয় দমকল। আসে দমকলের ৫টি ইঞ্জিন। দ্রুত শুরু হয় উদ্ধারকাজ। ধ্বংসস্তূপ সরিয়ে একের পর এক ছাত্রকে উদ্ধার করা শুরু হয়। অনেক ছাত্রেরই আঘাত গুরুতর। তাদের চিকিৎসার জন্য দ্রুত নিয়ে যাওয়া হয়।
কীভাবে ভেঙে পড়ল বাড়িটি? তা নিয়ে প্রশ্ন উঠেছে। কীভাবেই বা বাড়িটি সম্পূর্ণ তৈরি হওয়ার আগেই সেখানে কোচিং ক্লাস শুরু হয়ে গিয়েছিল তা নিয়েও প্রশ্ন উঠছে। ঘটনায় স্থানীয় মানুষের ভিড় জমে যায় সেখানে। তাঁরাও প্রাথমিকভাবে চাপা পড়া ছাত্রদের বার করে আনার চেষ্টা করেন। ঘটনাস্থলে হাজির হয় পুলিশ।