বাস স্ট্যান্ডেই প্রথম সাক্ষাত। সেখানেই ওই মহিলার সঙ্গে কথা হয় মুকুন্দের। কথা হয়। দরাদরি হয়। তারপর স্থির হয় ওই মহিলার ঘরেই সবকিছু সম্পূর্ণ হবে। গ্রাহক পেয়ে ওই মহিলা সোজা হাজির হন তাঁর ঘরে। সেখানেই মুকুন্দ ও ওই মহিলা মিলিত হওয়ার চেষ্টা করেন। কিন্তু মিলনের আগে মুকুন্দকে জন্মনিরোধক ব্যবহার করার জন্য বলেন ওই মহিলা। কিন্তু মুকুন্দ রাজি হয়না। ওই মহিলাও জানিয়ে দেন নিরোধক ব্যবহার না করলে তিনিও কোনওভাবে মিলিত হবেন না।
২ জনের প্রবল ঝগড়া শুরু হয়। এই অবস্থায় মুকুন্দ জানায় সে জন্মনিরোধক ব্যবহার করবে না। তাই তার দেয়া দেড় হাজার টাকা ফেরত দিন ওই মহিলা। যে টাকা ওই মহিলাকে মুকুন্দ মিলনের জন্য দিয়েছিল। অভিযোগ, তাতেও রাজি হননি ওই মহিলা। এবার ঝগড়া আরও চরমে ওঠে। ওই মহিলার চেঁচামেচিতে প্রতিবেশিরা চলে আসার উপক্রম হয়।
এই পরিস্থিতিতে আচমকাই ওই মহিলার গলা কেটে দেয় পেশায় সুরক্ষাকর্মী মুকুন্দ। মেঝেতে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন ওই মহিলা। অভিযোগ, তারপর মহিলার গায়ে থাকা গয়না ও মোবাইল নিয়ে সেখান থেকে চম্পট দেয় মুকুন্দ। এদিকে স্কুল থেকে বাড়ি ফিরে মাকে ওই অবস্থায় পড়ে থাকতে দেখে ছেলে। পরে সে পুলিশে অভিযোগ দায়ের করে। মুকুন্দকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্ত চলছে। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা