একদিকে পড়ুয়াদের মিছিল। যা ক্রমশ এগোচ্ছে। অন্যদিকে এক যুবক হাতে বন্দুক উঁচিয়ে তাদের হুমকি দিচ্ছে। আশপাশে প্রচুর সংবাদমাধ্যম, পুলিশের ভিড়। সেখানে প্রকাশ্যেই ওই যুবক বন্দুক উঁচিয়ে ‘ইয়ে লো আজাদি’ বলে চিৎকার করতে থাকে। তারপর আচমকাই গুলি ছোঁড়ে। গুলি গিয়ে লাগে এক পড়ুয়ার হাতে। এদিকে গুলি চালিয়ে বন্দুক উঁচিয়েই আস্ফালন দেখাতে দেখাতে হাসতে থাকে ওই যুবক। পরে তাকে গ্রেফতার করে পুলিশ।
আহত ওই পড়ুয়াকে রক্তাক্ত অবস্থায় ধরে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গুলিবিদ্ধ পড়ুয়ার নাম শাদাব। শাদাব সাংবাদিকতার ছাত্র। দিল্লিতে ঘটনাটি ঘটেছে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের কাছে। জামিয়ার পড়ুয়ারা সিএএ বিরোধী মিছিল করছিল। সেই মিছিলের সামনেই চলে আসে ওই যুবক। তারপর গুলি চালায়। এদিকে ওখানে অত পুলিশ থাকা সত্ত্বেও সে কীভাবে আস্ফালন করতে করতে গুলি চালিয়ে দিল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
আহত শাদাবকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। যে যুবক গুলি চালায় তাকে গ্রেফতার করেছে পুলিশ। ফেসবুকে সে রামভক্ত গোপাল নামে বিচরণ করে। এই ঘটনায় প্রবল চাঞ্চল্যের সৃষ্টি হয়। এমনিতেই দিল্লি বিধানসভা নির্বাচন সামনে। তার প্রস্তুতিতে ব্যস্ত সব দল। সেখানে দিনদুপুরে এমন এক ঘটনায় স্তম্ভিত সকলে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা