নির্ভয়া কাণ্ডে দোষী ৪ জনের ফাঁসি নিশ্চিত হয়েছিল গত ২২ জানুয়ারি। সেই ফাঁসি শেষে পিছিয়ে যায়। চূড়ান্ত দিন স্থির হয় ১ ফেব্রুয়ারি। সকাল ৬টায় তিহার জেলে ফাঁসি হবে বলে স্থির হয়। সেইমত ফাঁসুড়েও চলে আসেন। যাবতীয় প্রস্তুতিও শেষ হয়। শুক্রবার ফাঁসির সাজা পিছিয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হলেও শনিবার সকালে ফাঁসির জন্য সব প্রস্তুতি সম্পূর্ণ করে তিহার জেল কর্তৃপক্ষ। ফাঁসির ঘণ্টা ১২ আর বাকি। সেই সময় শুক্রবার বিকেলে ফাঁসি আপাতত স্থগিতের নির্দেশ এসে পৌঁছয় আদালত থেকে।
দিল্লি আদালত তিহার কর্তৃপক্ষকে স্থগিতাদেশ দেয়। ফলে পিছিয়ে গেল নির্ভয়া কাণ্ডে দোষীদের ফাঁসি। আদালতের তরফে জানানো হয়েছে ফের নির্দেশ না দেওয়া পর্যন্ত ফাঁসি স্থগিত থাকবে। আইনের ফাঁক খুঁজে খুঁজে এভাবে দিনের পর দিন ফাঁসির সাজাকে পিছিয়ে চলেছেন দোষীদের আইনজীবীরা। রাষ্ট্রপতির কাছে ফাঁসি রদের আবেদন, সুপ্রিম কোর্টের কাছে রায় পুনর্বিবেচনার আর্জি, নিম্ন আদালতে আর্জি এভাবেই গোল গোল ঘুরছে ফাঁসির সাজার বিরুদ্ধে আর্জি।
৪ অভিযুক্তের ফাঁসির সাজা ঘোষণায় নির্ভয়ার বাবা-মা খুশি হয়েছিলেন। বলেছিলেন এবার তাঁদের মেয়ে সঠিক বিচার পেলেন। তারপর গত ২২ জানুয়ারি ফাঁসি না হওয়ায় কেঁদে ফেলেছিলেন নির্ভয়ার মা। এভাবে ফাঁসির সাজা পিছনোর বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন তিনি। তারপর ১ ফেব্রুয়ারি স্থির হয় সাজা। সেই দিনও আপাতত স্থগিত হল। এখন সকলে চেয়ে পরবর্তী দিনটার দিকে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা