জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একটি সিএএ বিরোধী মিছিলে গুলি চালিয়ে এক ছাত্রকে আহত করে এক কিশোর। তাকে পরে গ্রেফতার করে পুলিশ। সেই ঘটনার মাত্র ২ দিন পর ফের গুলি চলল রাজধানীতে। দিল্লির শাহিনবাগে চলছে সিএএ, এনআরসি বিরোধী প্রতিবাদ অবস্থান। সেই শাহিনবাগের কাছেই এদিন গুলি চলে। শূন্যে গুলি চালায় এক যুবক। ৩ রাউন্ড গুলি চালায় সে। রাস্তায় পড়ে থাকে গুলির খোল।
প্রত্যক্ষদর্শীদের দাবি, জামিয়ার মতই শাহিনবাগেও পুলিশের সামনেই গুলি চলে। গুলি চলার পর পুলিশ ওই যুবককে গ্রেফতার করে। ওই যুবক জয় শ্রীরাম বলে ধ্বনি দিচ্ছিল। ধৃত যুবকের নাম কপিল গুজ্জর। সে দিল্লির দাল্লুপুরা গ্রামের বাসিন্দা। পুলিশ তাকে ধরে নিয়ে যাওয়ার সময় সে নিজেই নিজের পরিচয় দেয়। সংবাদ সংস্থা জানাচ্ছে, শাহিনবাগের মূল আন্দোলন স্থলের আগে ৪টি স্তরে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। তারই দ্বিতীয় স্তরের সামনে গুলি চালায় ওই যুবক।
শাহিনবাগের প্রতিবাদ মঞ্চের কাছে এভাবে গুলি চালনা নিয়ে উদ্বিগ্ন অনেকেই। এভাবে পুলিশের কাছেই এক যুবক এসে গুলি চালাল। এটা কি করে সম্ভব হল তা নিয়ে প্রশ্ন তুলছেন তাঁরা। ওখানে ওই যুবক গুলি চালানোর পর তাকে উপস্থিত প্রতিবাদীরা মারধর করার চেষ্টা করেন বলে অভিযোগ। তবে পুলিশ ওই যুবককে সময়মত গ্রেফতার করে সেখান থেকে একটি অজানা জায়গায় নিয়ে যায়। সেখানেই তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা