রাত তখন ১টা। দ্রুত গতিতে ছুটে যাচ্ছিল একটি এসইউভি বা স্পোর্টস ইউটিলিটি ভেহিকল। সহজ বাংলায় বোঝাতে গেলে বড় গাড়ি। গাড়িতে ৬ জন ছিলেন। ৪ তরুণ ও ২ তরুণী। গাড়িটি দ্রুত গতিতে ছুটে যেতে গিয়ে রাতের অন্ধকারে সম্ভবত রাস্তা ঠাওর করতে পারেনি। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের খালে পড়ে যায়। খালের জলে হারিয়ে যেতে থাকে গাড়িটি।
খালে পড়ার পর কোনওভাবে ওই গাড়ি থেকে বেরিয়ে আসতে সক্ষম হন ২ তরুণ। আনমোল ও হর্ষিত বেরিয়ে এসে সাঁতার কেটে পাড়ে উঠতে পারেন। বাকি ৪ জন গাড়ি থেকে বারই হতে পারেনি। রাতের অন্ধকারে খালের কালো জলে হারিয়ে যেতে থাকে গাড়িটি। পরে উদ্ধারকারী দলকে পুরো ঘটনা জানান আনমোল ও হর্ষিত। তাঁদের কথামত শুরু হয় উদ্ধারকাজ।
গাড়িটি উদ্ধার হলেও গাড়িতে থাকা ৪ জনের খোঁজ নেই। ২ তরুণ ও ২ তরুণী কোথায় গেলেন তার খোঁজ চালাচ্ছে এনডিআরএফ। ঘটনাটি ঘটেছে রবিবার মধ্যরাতে গাজিয়াবাদের মুরাদনগর এলাকার গঙ্গ নাহার খালে। এই ৬ জনের পরিকল্পনা ছিল একটা দিন দিল্লিতে কাটিয়ে তারপর মথুরা যাওয়ার। কিন্তু সেই পরিকল্পনা আর বাস্তবের মুখ দেখল না। ৪ জন খালের জলে কোথায় হারিয়ে গেলেন তারও কোনও খোঁজ নেই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা