National

গোলাপ বাগানের দরজা খুলছে

শীতের শেষ। বসন্তের শুরু। এই সময় সবচেয়ে সুন্দর হয়ে ওঠে গোলাপ। নানা রংয়ে বাহারি গোলাপে প্রকৃতি অপরূপা হয়ে ওঠে। আর গোলাপ কার না ভাল লাগে। তার রূপ থেকে গন্ধ সবই মানুষকে আকর্ষিত করে। প্রেমের প্রতীক সেই গোলাপের বাহারে সেজে ওঠা মোঘল গার্ডেন-এর দরজা এবার খুলে যাচ্ছে আমজনতার জন্য। প্রতি বছরই এই সময় খোলে। এবারও তার অন্যথা হল না।

রাষ্ট্রপতি ভবনের গোলাপ বাগানের নাম মোঘল গার্ডেন। সেই মোঘল গার্ডেনের গোলাপের কত যে রং, কত যে বাহার তা দুচোখ ভরে দেখলেও আশ মেটেনা। মোঘল গার্ডেনের সেই গোলাপ বাগান সারা বছরে একবারই এক মাসের জন্য খুলে দেওয়া হয় আমজনতার জন্য। অবশ্য পুরো বাগানটা দেখার সুযোগ হয়না। বাগানের একটা অংশই চাক্ষুষ করা যায়।


মোঘল গার্ডেনের গোলাপ বাহার দেখতে দূর দূরান্ত থেকে মানুষ হাজির হন এখানে। প্রতি সোমবার এই বাগান পরিচর্যার জন্য সাধারণের প্রবেশ নিষেধ। তার বাইরে অন্য সব দিনই সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত মোঘল গার্ডেনের দরজা খোলা থাকে। আগামী ৫ ফেব্রুয়ারি মোঘল গার্ডেন খুলে দেওয়া হচ্ছে আমজনতার জন্য। খোলা থাকবে আগামী ৮ মার্চ পর্যন্ত। ৪ ফেব্রুয়ারি, মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত হবে উদ্যানোৎসব। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সেই উৎসবের সূচনা করবেন। পরদিন থেকেই মোঘল গার্ডেন খোলা হবে। গত বছর মোঘল গার্ডেন দেখতে ৫ লক্ষ ১৮ হাজার মানুষ হাজির হয়েছিলেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button