বিয়ের ঠিক ছিল মঙ্গলবার। সব আয়োজন সম্পূর্ণ। বাবার কদিন আগেই বড় দুর্ঘটনা ঘটায় তিনি পেরে ওঠেননি। তবে পরিবারের অন্যরা সাজিয়ে ফেলেছিলেন বিয়ের আয়োজন। মা মারা গেছেন কয়েক বছর আগে। তারপর থেকে বাবার কাছেই মানুষ। ২২ বছরের ওই তরুণীর বিয়ে নিয়ে কিন্তু কোনও উত্তেজনা বা খুশি ছিলনা। বরং পরিবারের দাবি তিনি কদিন ধরেই মনমরা ছিলেন। কিন্তু কেন? তার কোনও সদুত্তর নেই। তাও বিয়ের আয়োজন ঠিকঠাকই এগোচ্ছিল।
গত রবিবার রাতে ওই তরুণী হঠাৎ নিখোঁজ হয়ে যান। খোঁজ পড়ে সর্বত্র। কিন্তু রাতে কোথাও তাঁকে খুঁজে পাওয়া যায়নি। পরদিন সকালেও যখন সকলে হন্যে হয়ে তরুণীকে খুঁজছেন তখন গ্রামেরই এক বাসিন্দার নজর পড়ে গ্রামের গা বেয়ে বয়ে যাওয়া মালান নদীর দিকে। নদীর ওপর ব্রিজ রয়েছে। সেই ব্রিজের স্তম্ভগুলি নদীর জল থেকে উঠেছে। তেমনই একটি স্তম্ভের গায়ে ভাসতে দেখা যায় ওই তরুণীকে।
পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পুলিশের অনুমান ওই তরুণী নিজেই নিজেকে শেষ করার চরম পন্থা অবলম্বন করেছেন। পরিবারের সঙ্গে কথা বলেও পুলিশের তাই মনে হয়েছে। তবু ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে আরও বিষয়টি পরিস্কার হবে। এদিকে এই ঘটনার পর ওই তরুণীর বাবা ভেঙে পড়েছেন। স্ত্রী গত হয়েছেন। তিনি দুর্ঘটনায় বিছানা নিয়েছেন। তারমধ্যে মেয়ের বিয়ের আগের দিন এভাবে আত্মহত্যায় তিনি শোকস্তব্ধ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা