বৃহস্পতিবার ভোর। একই পরিবারের স্বামী, স্ত্রী ও ৩ সন্তান ঘুমোচ্ছিলেন। ঘুমোচ্ছিলেন তাঁদের ২ পরিচিতও। এমন সময় কার্পেটের তলা দিয়ে যাওয়া গ্যাসের পাইপ থেকে আচমকা গ্যাস লিক করা শুরু হয়। দ্রুত ওই লিক দিয়ে হুহু করে গ্যাস বেরিয়ে আসে। ছড়িয়ে পড়ে সর্বত্র। ওই গ্যাস থেকে আর নিজেদের বাঁচাতে পারেননি ৭ জন। সকলেরই মৃত্যু হয়।
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সীতাপুর জেলার জালালপুর এলাকায়। এখানেই রয়েছে একটি সুতির কম্বল তৈরির কারখানা। সেখানেই শ্রমিকের কাজ করতে এসেছিলেন সকলে। এখানেই রাতে থাকতেন। আর সেখানেই গ্যাস লিক করে মৃত্যু হল তাঁদের। খবর পেয়ে দ্রুত সেখানে হাজির হয় পুলিশ। হাজির হন জেলাশাসক। গ্যাস লিক অবশ্য সকাল পর্যন্ত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি কারও পক্ষে।
পড়ুন : মৃত অবস্থায় বাড়ি থেকে উদ্ধার পরিবারের ৫ সদস্য
গ্যাস ছড়িয়ে আরও বড় দুর্ঘটনা ঘটার আগে পুরো গ্রাম ফাঁকা করে দেয় পুলিশ। গ্রামবাসীদের দ্রুত সরিয়ে নিয়ে যাওয়া হয়। কীভাবে গ্যাস লিকের ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। নির্দেশ দিয়েছেন যারা এই ঘটনার জন্য দায়ী তাদের যেন কড়া শাস্তি দেওয়া হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা