বিশ্ব জুড়ে নানা ধরনের রাইফেল, বন্দুক রয়েছে। তাদের ক্ষমতাও অত্যাধুনিক। তবু অন্তত ভারতে একটি আধুনিক রাইফেলের নামই সকলের জানা। আর তা হল স্বয়ংক্রিয় রাইফেল একে-৪৭। দুষ্কৃতিদের কাছ থেকেই বিভিন্ন সময়ে এই রাশিয়ার তৈরি রাইফেল পাওয়া যেত। নাশকতা ছড়াতে এই রাইফেল ব্যবহার হত। কিন্তু তা সাধারণের ঘরে থাকত না। গত বৃহস্পতিবার রাতের একটি ঘটনা প্রমাণ করল একে-৪৭ এখন খোদ ভারতের মানুষ বাড়িতেও রাখছে। যা দেখে পুলিশেরও চক্ষু চড়কগাছ।
ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার সিদ্দিপেট জেলার আক্কান্নাপেট এলাকায়। এখানেই পাশাপাশি বসবাস সদানন্দম ও গঙ্গা রাজু-র। ২ পরিবারের বাড়ির মাঝে রয়েছে একটি পাঁচিল। চলছিল সেই পাঁচিল সহ বাড়ি সারানোর কাজ। গঙ্গা রাজু-র দাবি, সেই পাঁচিল নিয়েই ঝগড়ার সূত্রপাত। পাঁচিল ভেঙে তৈরি করার সময় কার জমিতে সেই পাঁচিল ঢুকে পড়ছে তা নিয়ে ২ পরিবারে ঝগড়া শুরু হয়। এমন ঝগড়া নতুন কিছু নয়। মিটেও যায়। গঙ্গা রাজুর দাবি, গত বৃহস্পতিবার রাতে এই ঝগড়া চলাকালীন আচমকাই ঘর থেকে একে-৪৭ রাইফেল নিয়ে এসে তাঁকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে সদানন্দম।
পড়ুন : মজা পেতে ৪০০ জনকে হত্যার হুমকি, গ্রেফতার কিশোরী
গঙ্গা রাজু ছুটে পালানোর চেষ্টা করেন। ২ বার গুলি ছোঁড়ে সদানন্দম। কিন্তু গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। এদিকে রাতের অন্ধকারে গুলি চালানোর পর দ্রুত সেখান থেকে চম্পট দেয় সদানন্দম। পুলিশ ঘটনার তদন্তে নামে। সদানন্দমকে এখনও পাওয়া না গেলেও তার পরিবারের সঙ্গে কথা বলছে পুলিশ। একজন ব্যক্তি বাড়িতে কীভাবে এক-৪৭ রাইফেল রাখল তাও খতিয়ে দেখা হচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা